বুধবার, মে ১৩, ২০২০

মৎসজীবিদের অর্থনৈতিক নিরাপত্তা দিতে মুখ্যসচিব কে ইমেল

জুলফিকার আলি  

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিশেষ করে কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন ব্লকে বাগদা,ভেনামী,নোনা জলের মাছ চাষ সহ মিঠা জলের মাছের উৎপাদন লকডাউনের ফলে চূড়ান্ত বিপর্যস্ত।সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকায় মাছের ছোট ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে শুকনো মাছের কারবার স্তব্ধ। কাঁথি-১,দেশপ্রাণ, কাঁথি-৩ সহ সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় মাছের উৎপাদন নেই বললেই চলে। হাজার হাজার বেকার যুবক ও সংশ্লিষ্ট কর্মী সহ শ্রমিকদের অর্থনৈতিক দুরবস্থা র শিকারে পরিণত হয়েছে। মৎস্য উৎপাদক,ব্যবসায়ী,কর্মচারী, শ্রমিক, শুকনো মাছের কারবারী ও শ্রমিকদের জন্য ত্রাণ, অর্থনৈতিক প্যাকেজ,সহজ শর্তে ব্যাঙ্কঋণ প্রদানের দাবী জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER