জুলফিকার আলি
সিঅাইটিইউ, দেশপ্রাণ ব্লক কমিটির ডাকে জেলা কর্মসূচীর অংশ হিসেবে অাজ বসন্তিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও দুরমুঠ উপস্বাস্হ্য কেন্দ্রের সামনে সমস্ত সরকারী হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্হ্য কেন্দ্র, নার্সিং হোমে করোনা মোকাবিলার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স,স্বাস্থ্য কর্মীদের পিপিই,মাস্ক সহ চিকিৎসা সুরক্ষা প্রদান ও ৫০ লক্ষ টাকার বীমার অাওতাভূক্ত করা সহ ৮ দফা দাবীর ভিত্তিতে নিরব বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়। উভয় কর্মসূচী তে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন, সুতনু মাইতি, সঞ্জিত দাস, তাপস মিশ্র, তরুণ মাইতি, জহর লাল দাস,দিলীপ চন্দ, বাপ্পা খুঁটিয়া,নন্দন খুঁটিয়া,শক্তিপদ পণ্ডা,মানিক গারু প্রমুখ নেতৃবৃন্দ। সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন বলেন করোনা মোকাবিলায় সার্বজনীন টেস্টিং,সামাজিক দূরত্ব বিধি মেনে হাসপাতালে নমুনা সংগ্রহ, জনস্বাস্থ্য সচেতনতা সুনিশ্চিত করন, গরীব মানুষজনকে বিনা মূল্যে রেশন, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান প্রভৃতি দাবী সমূহের ভিত্তিতে অাজ কের মত অাগামীদিনে লকডাউন বিধি মেনে লাগাতার অান্দোলন সংগঠিত করা হবে।