বৃহস্পতিবার, মে ২১, ২০২০

আমফানে বিপর্যয় পূর্ব বর্ধমানে

সুরজ প্রসাদ
 
আমফানের তাণ্ডবে বর্ধমান শহরে বেশ কয়েকটি জায়গায় ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে দেওয়াল ভেঙে পড়েছে রাস্তার উপরে।গাছপালা ভেঙে পড়েছে।ভেঙ্গে পড়েছে বিদ্যুতের পোল। বুধবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়।পাল্লা দিয়ে চলতে থাকে ঝড়ো হওয়া।বেলা যত বেড়েছে ততই বেড়েছে ঝড়ের বেগ। 

 রাতে আমপানের দাপটে জেলাজুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকে।বর্ধমান শহরের আহিরীমহল রাজস্কুলের কাছে বিজয় চতুস্পাঠীর বিশাল পাঁচিল রাস্তায় ভেঙে পড়ে। ফলে রাস্তা বন্ধ হয়ে গেছে।অন্যদিকে মন্তেস্বর বাজারে একটি অশ্বত্থ গাছের ডাল ভেঙে পড়ে দুই মহিলা সহ এক ব্যক্তি জখম হয়েছেন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। 
জেলার বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ পরিষেবা অচল হয়ে পড়েছে।বর্ধমান শহরেরও বেশীরভাগ এলাকা বিদ্যুৎহীন। এছাড়াও জায়গায় জায়গায় প্রচুর গাছ উপরে পড়েছে । গোলাপবাগের তারাবাগে বিদ্যুতের পোল ভেঙে পড়েছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER