শ্যামল রায়
পূর্বস্থলী ১ নং ব্লকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করল স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি । শনিবার প্রগতির সদস্যরা জানান - " তিন শতাধিক শিশুকে বিস্কুট কলা ও ডিম বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক বাড়িতে গিয়ে শিশুদের হাতে এই ধরনের খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় "।