শুক্রবার, মে ০১, ২০২০

অগ্নিদগ্ধ বাড়িওয়ালার পাশে দাঁড়ালো মহিষাদল পুলিশ

জুলফিকার আলি
  


মহিষাদলের থানার  ইটামগর ১ গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুরে বাড়ি গ্রামে ওই বাড়িতে থাকতো মা এবং এক ছোট্ট চতুর্থ শ্রেণীতে পড়ে তার মেয়ে ।গত কয়েকদিন আগে ইলেকট্রিক এর শর্টসার্কিট হয়ে আগুনে বাড়িটি পুড়ে যায়। এরপর সেই খবর জানায় মহিষাদল থানার । মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস  শঙ্করীর পন্ডার হাতে যাবতীয় খাদ্য সামগ্রী তুলে দেন। শঙ্করীর পন্ডার এবং তার মেয়ে থাকতো ঐ বাড়িতে। শংকরী স্বামী পরিত্যাক্তা ভিক্ষা করে জীবন যাপন চালাত মা ও মেয়ে। শঙ্করীর পন্ডারকে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বেশ কিছু সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু থাকবে কোথায়? সেই প্রশ্ন জাগছিল তাদের মনে। বর্তমানে গ্রামের এর বাড়ি ওর বাড়ি কাটছিল তাদের রাত। কিন্তু তাও বা কতদিন? এরপর ভিক্ষুক মা ও মেয়ের দুর্দশার খবর জানতে পারেন মহিষাদল থানার পুলিশ। এরপর সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস। তাদের সঙ্গে দেখা করে যাবতীয় সাহায্য ও দ্রুত বাড়ি তৈরি কোরে দেন। এছাড়াও ঐ ছাত্রীর পুড়ে যাওয়া বই, খাতা সহ যাবতীয় সামগ্রী ফিরিয়ে দেন। পুলিশের এই ধরনের উদ‍্যোগে খুশি সকলেও। মা ও মেয়ে জানান, "আমরা খুবই খুশি। ওনার যেভাবে আমাদের সহযোগিতা করলেন তা ভুলতে পারবো না।বুধবার এই বাড়িটি উদ্বোধন করেন মহিষাদল থানার ওসি, সিআই, এবং অ্যাডিশনাল এসপি। মহিষাদল থানার পক্ষ থেকে জানানো হয়েছে  "আমরা সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছি।"

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER