শুক্রবার, মে ০১, ২০২০

মেমারিরর ৫ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিলিতে ভাইস চেয়ারম্যান

সেখ সামসুদ্দিন

 
 পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহ সভাপতি মুকেশ শর্মার উদ‍্যোগে মেমারি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের দুইটি বুথের অসহায় পরিবারের হাতে লকডাউন চলাকালীন চতুর্থ বারের জন‍্য খাদ‍্য সামগ্রী প্রদান করা হয়। কৃষ্ণবাজার ও উঁচু মাঠপাড়া এলাকায় এদিনে আলু, পিঁয়াজ, চাল, ডাল, নুন, বিস্কুট, সোয়াবিনের প‍্যাকেট, কুমড়ো, ডিম ইত্যাদি দেয়া হয়। ছাত্র নেতা মুকেশ শর্মা জানান ২৩০টি পরিবারের হাতে খাদ‍্যসামগ্রী দেয়া হল। এরপরে রমজান মাসে মুসলিম পরিবারের মধ‍্যে  সহায়তা দেয়া হবে। পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত জানান হোমডেলিভারি পরিষেবা চালু করেছেন। হোয়াটসঅ‍্যাপে জানালেই বাড়িতে পৌঁছে দেয়া হবে। রমজান মাসে মুসলিম পরিবারগুলিকে শুভেচ্ছা জানানোর সঙ্গে লকডাউনে নিয়ম মেনে বাড়িতে থাকতে অনুরোধ জানান। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও ছাত্রনেতার সঙ্গে ব্লক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, সমাজসেবী শুভেন্দু গুহ, অজিত সিং, সফিকুর রহমান, ওয়ার্ড সভাপতি বিকাশ ক্ষেত্রপাল, শুভময় ভট্টাচার্য সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER