জুলফিকার আলি
আজ সত্যজিৎ রায়ের জন্মদিনে টুইটারে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা ভাইরাসের জেরে রাজ্যে জুড়ে লকডাউনের মেয়াদ বেড়েই চলেছে। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। এর সঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন মহারাজা তোমাকে সেলাম।