মঙ্গলবার, মে ১৯, ২০২০

আমফান ঝড় মোকাবিলা নিয়ে স্মারকলিপি

জুলফিকার আলি
   

সিপিঅাইএম, দেশপ্রাণ ও কাঁথি এরিয়া কমিটির উদ্যোগে ঘনীভূত সুপার সাইক্লোন অামফান দুর্যোগের সম্ভাবনা র পরিপ্রেক্ষিতে দুর্যোগ অাশ্রয় কেন্দ্র (অায়লা কেন্দ্র) সমূহ ঝোপঝাড়, অাবর্জনা,ময়লা পরিষ্কার করে ব্যবহারোপযোগী করে তোলা,করোনা সংক্রমণের প্রেক্ষাপটে স্যানিটাইজ করা,ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করন, পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুতকরণ, সমুদ্র উপকূল সংলগ্ন দেশপ্রাণ, খেজুরী-২,কাঁথি-১, রামনগর -১ ও ২ছাড়া কাঁথি-৩, খেজুরী-১,এগরা-১ও ২,ভগবানপুর -১ ও ২ ব্লক সমূহে স্কুল সমূহে অাশ্রয় কেন্দ্র খোলা, সম্ভাব্য সমস্ত দুর্গত মানুষদের উদ্ধার করা, প্রতিটি গ্রাম পঞ্চায়তে কন্ট্রোল রুম চালু করা প্রভৃতি দাবী সমূহের ভিত্তিতে মহকুমাশাসক দপ্তরে অাজ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি, সঞ্জিত দাস, সুতনু মাইতি, তাপস মিশ্র, তরুণ মাইতি, সলিল বরণ মান্না, সেক সাত্তার, সেক জান প্রমুখ নেতৃবৃন্দ। সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন বিপর্যয় মোকাবিলা দপ্তর কে গ্রামপঞ্চায়েত স্তর পর্যন্ত সমান সক্রিয় হতে হবে। মানুষের সহযোগিতায় করোনার পাশাপাশি অামফান দুর্যোগ কেও মোকাবিলা করা যাবে বলে প্রত্যয় প্রকাশ করেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER