।।আত্মনির্ভর ভারত।।
কাজি একরাম আলী
আমাদের সঙ্গে আছে আমাদের সরকার ।
প্যাকেজ লক্ষ কোটি পার ।
সবার সব কিছুর সুরাহা হবে,
সহজ সরল সুদে ঋণ পাবে।
সবার প্রথমে শ্রমিকশ্রেণী,
নিয়ে ফেলুন ঋণ।
চাল ডাল নুন তেল সবজি,
মনোহারি ওষুধ পালা,
যা যা প্রয়োজন কিনে নিন।
মধ্যবিত্ত ঋণ নিন,
ইএমআই কিস্তি ধার,
সব মিটিয়ে ফেলুন।
উচ্চবিত্ত শিল্পপতি ব্যওসাদার,
ঋণ নিন,
আপনি জানেন, ঋণটার,
উপযুক্ত ব্যবহার,
আপনার অভিজ্ঞতা অপার।
দেশ হবে আত্মনির্ভর,
আমাদের পাশে আমাদের সরকার ।