জ্যোতিপ্রকাশ মুখার্জি
পূর্ব বর্ধমানের গুসকরা পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের রূপ কুমার মণ্ডল, উৎপল দে, দেবাশিষ সরকার,সজল দে, নির্মল মণ্ডল সহ জনাদশেক যুবকের উদ্যোগে আউসগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থাণ্ডার এবং গুসকরা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কুশল মুখার্জ্জী ১২ ই মে সংশ্লিষ্ট ওয়ার্ডের ২৫ জন দুস্থ মানুষের হাতে ২ কেজি চাল,২ কেজি আলু ও ১.৫ কেজি গম তুলে দেন।বিপদের সময় এইসব ত্রাণ সামগ্রী পেয়ে গোপাল বিশ্বাস,সুব্রত সরকার,রাশি দেরা খুব খুশি।
পরে কুশল বাবু বলেন - তিনি বা বিধায়ক একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি হলেও এলাকাবাসী হিসেবে এই অরাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্যোক্তা যুবকরা তার পূর্ব পরিচিত। তাই তাদের আহ্বানে সাড়া দিয়ে বিধায়ককে সঙ্গে নিয়ে আমি এখানে এসেছি।গুসকরাবাসী হিসেবে আমি এদের জন্য গর্বিত।
একই সুর শোনা গেল বিধায়কের কণ্ঠে।নিজের বিধানসভা এলাকার যুবকদের উদ্যোগ দেখে তিনি মুগ্ধ।ভবিষ্যতেও তিনি এদের পাশে দাঁড়ানোর এবং সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন।
'গিভস' নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য রূপ কুমার মণ্ডল বললেন - লকডাউনের জন্য কাজ বন্ধ থাকায় আমাদের এলাকার বেশ কিছু মানুষের অবস্থা খুবই খারাপ। তারা যাতে অভুক্ত না থাকে তারজন্য আমাদের সাধ্যানুযায়ী সামান্য কিছু জিনিস সংগ্রহ করে তাদের হাতে আমরা তুলে দিয়েছি। তিনি আরও বললেন - শহর সভাপতি হওয়ার অনেক আগে থেকেই কুশল বাবু বারবার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আবার বিধায়কও যে এই অরাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেটা আমাদের কল্পনাতীত ছিল। আমরা দুজনের কাছেই কৃতজ্ঞ।