মেঘলা দিনে(হাইকু)
স্বপ্না ব্যানার্জি
মেঘলা দিনে
মেঘলা আকাশ যে
আমার মন,
মেঘলা দিনে
আলো-আঁধারির
সবুজ ক্ষণ,
মেঘলা দিনে
গভীর রাতে হেঁটে
আসবে তুমি,
মেঘলা দিনে
প্রকৃতি দীর্ঘশ্বাসে
গাইবে জানি,
মেঘলা দিনে
ভাবনার সমুদ্রে
হাঁটবে শুধু,
মেঘলা দিনে
চঞ্চল পায়ে তুমি
আসবে তবু,
মেঘলা দিনে
বাতাসের বুকে
উঠবে ঝড়,
মেঘলা দিনে
আপন করো মোরে
আমি তোমার,
মেঘলা দিনে
ভিজবো তুমি আমি
বৃষ্টি ছোঁয়ায়,
মেঘলা দিনে
অন্তর ছোঁরে ভালো
লাগার ধোঁয়া,
মেঘলা দিনে
একটা জলছবি
আঁকবে তুমি,
মেঘলা দিনে
বন্ধু হয়ে এসো গো
অন্তর যামী,
মেঘলা দিনে
বাতাসের বুকে যে
উঠবে ঢেউ
মেঘলা দিনে
ভালোবাসা জীবনে
আসবে কেউ !