বুধবার, মে ২০, ২০২০

পাশে আছি বার্তায় সক্রিয় গলসি ব্লক তৃণমূল সভাপতি

জ্যোতিপ্রকাশ মুখার্জি

  
       গত ১৯ শে মে পূর্ব বর্ধমানের গলসী ১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের উদ্যোগে "পাশে আছি" সংস্থার পক্ষ থেকে দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্বে  লোয়া-রামগোপালপুর অঞ্চলের ১৫০০ পরিবারের হাতে চাল, আলু, পেঁয়াজ, কুমড়ো, মুড়ি, বাঁধাকপি, মুসুরী ডাল, তেল সহ বিভিন্ন নিত্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি জাকির হোসেন, সংশ্লিষ্ট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সেখ খোকন, ব্লকের এস.সি, এস.টি ও ও.বি.সি সেলের সভাপতি বুজরুল শাহ, লোয়া- রামগোপালপুর অঞ্চলের পঞ্চায়েত সদস্য ও সদস্যারা। 
     পরে জাকির হোসেন বলেন - দলনেত্রী মমতা ব্যানার্জ্জীর নির্দেশে লক ডাউন শুরুর পর থেকেই আমরা বারবার দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এমনকি যেসব পরিযায়ী শ্রমিক ডি.ভি.সির ক্যানেল রাস্তা ধরে হেঁটে নিজেদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছে আমরা তাদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আগামী দিনেও আমরা তাদের পাশে দাঁড়াব। দিদির রাজ্যে আমাদের এলাকার একজন মানুষও যাতে অভুক্ত না থাকে সেব্যাপারে আমরা সতর্ক আছি। তিনি এলাকাবাসীদের লকডাউন মেনে চলার জন্য অনুরোধ করেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER