সঞ্জয় হালদার
আজ পশ্চিমবঙ্গ রাজ্য জঙ্গলমহল উৎসবের শুভ সূচনা হলো ঝাড়গ্রামে.চলবে আগামী ১০ই জানুয়ারী পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাত,মন্ত্রী চূড়ামনি মাহাত,মন্ত্রী শ্যামল সাঁতরা,বিধায়ক
শ্রীকান্ত মাহাত,দীনেন রায়,দুলাল মুর্মু, ঝাড়গ্রাম,পঃমেদিনীপুর,বাঁকুড়া পুরুলিয়া জেলার সভাধিপতি ও পঃমেদিনীপুর জেলার জেলাশাসক জগদীশ প্রসাদ মীনা সহ অনান্য আধিকারীক ও লোকশিল্পীরা।
posted from Bloggeroid