মোল্লা জসিমউদ্দিন ,
কাটোয়া পুরসভার ভাড়া দেওয়া জমিতেই গড়ে উঠতে চলেছে এসএসবিএসটিসি এর বাসডিপো। গত শুক্রবার কাটোয়ার যাজিগ্রামে পুরসভার জমি পরিদর্শন করেন স্বাগত স্যান্যালের নেতৃত্বে দুই ইঞ্জিনিয়ার সহ চারসদস্যের এসবিএসটিসি এর এক প্রতিনিধি দল। প্রস্তাবিত জমি ঘুরে দেখে কিভাবে ডিপো গড়ে উঠবে তা নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করেন আধিকারিকরা। জমি দেখে সন্তষ্ট হন এসবিএসটিসি এর আধিকারিকরা। এসবিএসটিসি এর এক আধিকারিক স্বাগত স্যান্যাল জানান - " আমরা জমি দেখলাম। এরপর কিভাবে ডিপো তৈরির কাজ শুরু হবে তা নিয়ে পরবর্তীকালে আমরা বৈঠক করে কাজ শুরু করতে চাই।" এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, কাটোয়া শহরে ডিপো তৈরির জন্য অনেকদিন আগে থেকেই চিন্তাভাবন শুরু করে নিগম। তারপরে ঠিক হয় কাটোয়া শহর থেকে প্রায় আড়াই কিমি দুরে কাটোয়া-বর্ধমান রোডের পাশেই পুরসভার যে জমি আছে সেখানেই ডিপো তৈরি হবে। এরপরেই বাস নিগম থেকে স্থানীয় পুরসভাকে জানানো হয়। পুরসভা ঠিক করে ৩ একর জমি ভাড়ার বিনিময়ে এসবিএসটিসি কে ডিপো তৈরির জন্য দেওয়া হবে। এ বিষয়ে কাটোয়া পুরসভার চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধায় জানিয়েছেন - আমরা ভাড়া হিসাবে এসবিএসটিসিকে ওই জমি দেব ডিপো তৈরির জন্য। ডিপো হলে কাটোয়ার বাসিন্দাদের সুবিধাই হবে। জানা গেছে, এই মুহুর্তে কাটোয়া শহরের উপর দিয়ে এসবিএসটিসির মোট ৫টি গাড়ি যাতায়াত করে থাকে।মুর্শিদাবাদের সালার থেকে সৈকত শহর দীঘা ভায়া কাটোয়া, চাকটা থেকে কোলকাতা ভায়া কাটোয়া, হাড়োয়া থেকে তারাপীঠ ভায়া কাটোয়া, রাজনগর থেকে বর্ধমান ভায়া কাটোয়া এবং কাটোয়া থেকে দুর্গাপুর ভায়া বোলপুর। এই পাঁচটি গাড়িই সারাদিন ধরে কাটোয়া শহরের উপর দিয়ে যাতায়াত করে প্রত্যেহ। তবে কাটোয়াতে ডিপো তৈরি হলে আরও গাড়ির সংখ্যা বাড়ানো হবে বলে জানান বাস নিগম কর্তারা।তবে কাটোয়ায় প্রস্তাবিত বাস ডিপো ঘিরে প্রশ্নচিহ্ন দেখা গেছে। এই মুহূর্তে রাজ্যের সবথেকে ব্যস্ততম সড়করুট হিসাবে পরিচিত ৭ নং রাজ্য সড়ক। যেটি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের শর্টকাট রুট হিসাবে পরিচিত। কলকাতা থেকে উত্তরবঙ্গের কয়েকশো গাড়ি এই রুট ধরে যাতায়াত করে থাকে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের উপর দিয়ে যাচ্ছে এই সড়কপথ। রাজ্যসরকারের শতাধিক ননএসি /এসি স্টেটবাস যাতায়াত করে থাকে। সেখানে বর্ধমান শহরে এবং বহরমপুর ছাড়া বাস ডিপো নেই বললেই চলে। যদিও অন্য সড়কপথে দুর্গাপুর - সিউড়িতে অবশ্য রয়েছে ডিপো। সেক্ষেত্রে কাটোয়া শহরের প্রস্তাবিত এই বাস ডিপো থেকে ফুটিসাঁকো প্রায় ২০ কিমি দূরে অবস্থান করবে এই প্রস্তাবিত ডিপো টি। যেখানে ৭ নং রাজ্য সড়করুটে শয়ে শয়ে স্টেটবাস চলছে, সেখানে মাত্র ৫ টি স্টেটবাসের জন্য কাটোয়ায় ডিপো! তা নিয়ে ক্ষোভ সরকারি বাসের বেশিরভাগ কর্মীদের। বর্ধমান থেকে বহরমপুর প্রায় ১৪০ কিমি সড়কপথে কোন বাস ডিপো নেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সবথেকে ব্যস্ততম রুটে। তাই অনেকেই কাটোয়ার মত কম গুরত্বপূর্ণ সড়করুটে ( স্টেটবাসের ক্ষেত্রে) বাস ডিপো নিয়ে নানান প্রশ্নচিহ্ন তোলা শুরু করে দিয়েছেন অবশ্য।