সোমবার, জানুয়ারী ০১, ২০১৮

তাজপুরে নজরুল মেলা উদ্বোধনে পরিবহন মন্ত্রী


সোমবার পুর্ব মেদনীপুর জেলার তাজপুর কারবালা ময়দানে নজরুল মেলার উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।এছাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য, সাংসদ শিশির অধিকারী প্রমুখ ছিলেন।

জব্দ করতে গেলে হাজারবার জম্মাতে হবে: সিদ্দিকুল্লাহ



পুলকেশ ভট্টাচার্য

সোমবার মঙ্গলকোটের পদিমপুরে দলের ২১ তম প্রতিস্টা দিবস পালনে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্য মঞ্চে বললেন " আমাকে জব্দ করতে গেলে হাজারবার জন্মাতে হবে"।উল্লেখ্য

মঙ্গলকোটে বিধায়কের বিরুদ্ধ গ্রুপের নেতা অপূর্ব চৌধুরী সাথে সম্পক সেই বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষনার পর থেকেই।

মন্দিরবাজারে হাজি ফাউন্ডেশনের উদ্যোগ



দক্ষীন ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায় হাজি ফাউন্ডেশন এর পক্ষে মাদ্রাসা পড়ুয়াদের স্বাস্থ্যশিবির এবং শীতবস্ত্র বিলি হয়।ছিলেন মুক্তার আলী, চৌধুরী মোহন জাটুয়া প্রমুখ।

কোলাঘাটে তৃনমূলের প্রতিস্টা দিবস




কোলাঘাট ঠিকাশ্রমিক ইউনিয়নে 20তম জন্ম দিন পালন করলেন সেক সেলিম আলি মহাশয় মহাশয়। তৃণমূল কংগ্রেসের প্রতিস্টা দিবস উপলক্ষে শান্তিপুর 1 নং তৃণমূল কংগ্রেসের নতুন ভবনের ফিতা কাটেন সাংসদ শিশির অধিকারী।সকল স্তরের মানুষের সোনার

বাংলা গড়ার আহ্বান করেন ।বিতরণ বস্ত্র বিতরণ করা হয়। সভাই উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লক সভাপতি তনুশ্রী জানা, দিবাকর জানা বামদেব, পজ্ঞচান বাবু।মধ্যভোজন আয়োজন করা হয়। 2000 জন খাওয়া দাওয়া করেছে । 500 জন কে শীতের কম্বল বিতরণ করা হয়।

বাঁকুড়ার ডিহাগ্রামে তৃনমূলের প্রতিস্টা দিবস


ব্যাসদেব চক্রবর্তী

সোমবার বাঁকুড়া জেলায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সকালে মন্ত্রী শ্যামল সাঁতরা মহাশয় নিজের গ্ৰামের বুথে (ডিহা গ্ৰাম সংসদ)

পতাকা উত্তোলন ও বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে পালন করলেন।

রায়নায় তৃনমূলের শীতবস্ত্র বিলি

কৃষ্ণ সাহা

সোমনার রায়নার বেঁন্দুয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস পালন ও শীতবস্ত্র বিতরণ করা হল।

খন্ডঘোষে তৃনমূলের প্রতিস্টা পালন

কৃষ্ণ সাহা

সোমবার খণ্ডঘোষের বাদুলিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীও পতা

কা উত্তোলন ও কেক কাটা হল। কেক কাটলেন ব্লক সভাপতি অপার্থিব ইসলাম।

খন্ডঘোষে শীতবস্ত্র বিতরণ

কৃষ্ণ সাহা

সোমবার খণ্ডঘোষের সগড়াই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলী

ও পতকা উত্তোলন ও শীতবস্ত্র দান করা হল।

খন্ডঘোষ হাসপাতালে ফলবিলি

কৃষ্ণ সাহা

সোমবার

খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খণ্ডঘোষ ব্লক হাসপাতালে সমস্ত রোগীদের ফল বিতরন করা হল। উপস্থিত ছিলেন বিধায়ক নবীন বাগ, ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদিকা বাসবী রায় প্রমুখ।

শনিবার, ডিসেম্বর ৩০, ২০১৭

মাটির হাঁড়ি তৈরিতে ব্যস্ত ওরা


সাধন মন্ডল


বাঁকুড়ার পাচমুড়া গ্রামে চলছে পোড়ামাটির তৈরী মাটির হাঁড়ি কলসি,সহ নানান দ্রব্য তৈরীর কাজ। চাকা ঘুরিয়ে কাজে ব্যাস্ত শিল্পী বাদল কুম্ভকার। কাদামাটি শুকিয়ে তা পাকা করার জন্য উনুনে রাখা হচ্ছে।

posted from Bloggeroid

মানবতার বার্তা মুর্শিদাবাদের জংলি বাবার মাজারে


মুর্শিদাবাদের 'জংলী বাবার মাঝার' এলাকায় চলছে বাউল ফকির উৎসব ।সমগ্ৰ মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন বাউল ফকির,মুরশেদী,দরবেশ ও আরো লোকগানের শিল্পীদের এক অপূর্ব সমাবেশ ঘটে প্রতিবছর ।কোনো

ধর্ম,জাতি,বর্ণের বাধা নেই ।সকলেই নিজের মত সঙ্গীতের সাধনা করে চলেছেন ।যেনো এক মিলন উৎসব ।সব থেকে যেটা আশ্চর্যের,সমগ্ৰ মাঝারটিতে বিভিন্ন মন্দির,মসজিদ,মাঝার বা অন্য ধর্মের তীর্থক্ষেত্রের ছবি আঁকলেও মনুষ্য চিত্র বলতে তাদের গুরুদেব আর নেতাজি ।তাদের এই ধর্ম নিরপেক্ষতার প্রচারের কারনে বিভিন্ন ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের অত্যাচার ওইরকম সহ্য করতে হচ্ছে না ।বিভিন্ন সামাজিক ফতোয়া ও প্রতিদিনকার ঘটনা ।কিন্ত এত কিছুর পরেও 'জংলীবাবার মাঝার' তে সব ধরনের মানুষকে সঙ্গে নিয়ে একসাথে প্রচার করে চলেছেন মানুষের কথা সর্বোপরি মানবতার কথা ।

posted from Bloggeroid


খন্ডঘোষে সহায়ক মূল্যে ধান কিনতে সভা

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সগড়াই গ্রামপঞ্চায়েতে সরকারী সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য রাইস মিল মালিক, সমবায় সমিতি ও স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল।এতে খুশি ধানচাষীরা।

posted from Bloggeroid

খন্ডঘোষে গ্রামসভা হলো

কৃষ্ণ সাহা
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সগড়াই গ্রামপঞ্চায়েতে বাদুলিয়া ফুটবল ময়দানে বাৎসরিক গ্রামসভা অনুষ্ঠিত হল।এলাকার মানুষজন তাদের অভাব অভিযোগ জানা

posted from Bloggeroid

শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০১৭

খন্ডঘোষে ক্যাম্প করে ধান কেনা চলছে

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সগড়াই গ্রামপঞ্চায়েতে বাদুলিয়া ফুটবল ময়দানে শুক্রবার ক্যাম্পের মাধ্যমে সরকারী সহায়ক মূল্যে ধান কেনা চলছে। উপস্থিত

ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু

posted from Bloggeroid

রায়নায় বিদ্যালয় ক্রীড়ায় সফল প্রতিযোগী কে সংবর্ধনা

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের রায়নার মোগলমারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সাহানারা খাতুন। জেলার 37 তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় আজ স্কুল থেকে সংবর্ধনা

দেওয়া হল। উপস্থিত ছিলেন রায়না ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলি।

posted from Bloggeroid

বর্ধমানের নান্দুড় বিদ্যালয়ে রেজাল্ট বিলি


কৃষ্ণ সাহা
পূর্ব বর্ধমানের নান্দুড় বিবেকানন্দ

প্রাথমিক বিদ্যালয় আজ রেজাল্ট দেওয়া হলো।রেজাল্ট তুলে দিলেন
বিধায়ক নিশীথ মালিক।

posted from Bloggeroid

খন্ডঘোষে চলছে গ্রামীন মেলা

কৃষ্ণ সাহা
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গুইড় গ্রামে ইয়াং ষ্টার ক্লাবের উদ্যোগে শুরু হল চার দিনের গ্রামীন মেলা।উপস্থিত ছিলেন 'সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন' এর জেলা সম্পাদক শফিকুল ইসলাম মোল্লা

posted from Bloggeroid

খন্ডঘোষে মৎসব্যবসায়ীদের সাইকেল বিলি

কৃষ্ণ সাহা
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের মৎস দপ্তরের উদ্যোগে পাঁচ জন মৎস ব্যবসায়ী কে সাইকেল ও মৎস ব্যবসায়ী সরঞ্জাম তুলে দেওয়া হল।

posted from Bloggeroid

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০১৭

'গুনধর' ডাক পিওনের অসুস্থতা নিয়ে প্রশ্নচিহ্ন কাটোয়ায়

ডাকদপ্তর কে জানিয়েছেন গুরতর অসুস্থতার কথা।তাই মৌখিকভাবে বাবার কাজ চালাচ্ছেন ছেলে।তাও কেন্দ্রীয়সরকারের ডাকঘরের গুরুত্বপূর্ণ চিঠি বিলি করার কাজ।তিনি এমনই অসুস্থ যে কাটোয়া মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট এর এজলাসে, কাটোয়া ১ নং ভূমি দপ্তরের শুনানিতে,  বিভিন্ন জায়গায় সশরীরে সাইকেল চেপে বিচরণ করছেন! হ্যা কাটোয়া মহকুমার পঞ্চাননতলা গোপালপুর গ্রামের বাসিন্দা খাইরুল মোল্লা খাতাকলমে আলমপুর ডাকঘরের পিওন হলেও শ্রীখন্ড এলাকায় প্রায় চিঠি বিলি করতেন।এক বিচারক( মোল্লা নুরুল হোদা) এর পৈতৃক সম্পত্তি ( জে এল নাম্বার ০৭, খতিয়ান ২০২৩,  দাগ নাম্বার ৬৬৭)  এর মিউটেশন নোটিশ ( এমএন/২০১৪/০২২৪/৪৭৯৯) আত্মসাৎ করে নিজ নামে জমির রেকর্ড বিনা দলিলে করেছেন বলে ওই বিচারক গত ০২/০৬/১৫ তারিখে বিএলআরও থেকে ডিএলআরও প্রত্যেককেই জানিয়েছিলেন।আপিল মামলায় ( কেস নাম্বার ১৭২/১৬) এই মিউটেশন বাতিল করার নির্দেশিকাজারী হলেও তিনি কাটোয়া ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ ভুমিদপ্তরের নানান জায়গায় মামলামকদ্দমা চালিয়ে যাচ্ছেন।আর এতে মদতদানের অভিযোগ উঠেছে কাটোয়ার বিভাগীয় ডাক আধিকারিক দপ্তরের বিরুদ্ধে।গত ২৬ মে এবং ১০ আগস্ট পূর্ব বর্ধমান জেলা পোস্ট অফিসার কে লিখিতভাবে জানালেও কোন প্রশাসনিক তদন্তের উত্তর পাইনি অভিযোগকারী। কিভাবে মেকি অসুস্থতা দেখিয়ে দিনের পর দিন ছেলে কে দিয়ে শ্রীখণ্ড ডাকঘরে চাকরী বজায় রেখেছেন তা নিয়েও কেন্দ্রীয় সংস্থা ডাকঘর কর্তৃপক্ষ এর ভূমিকায় উঠেছে বিস্তর প্রশ্নচিহ্ন। সরকারী ভাবে মেডিক্যাল বোর্ড বসানোর দাবি উঠেছে তথাকথিত অসুস্থ শ্রীখণ্ড এলাকায় কাজ করা পিওন খাইরুল মোল্লার বিরুদ্ধে।গত ২৭/১২/ ১৭ তারিখে কাটোয়া ভুমি দপ্তরে এক শুনানিতে সারাদিন নেচে বেড়ালেন ভুমি দপ্তরে।

posted from Bloggeroid

বুধবার, ডিসেম্বর ২৭, ২০১৭

বর্ধমানের বৈকন্টপুরে ঢালাই রাস্তা


কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের বৈকন্টপুর ২ নং গ্রামপঞ্চায়েতের নাদুর গ্রামে দু লক্ষ টাকা বাজেটে ৭৫মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হল।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER