
সন্দীপ সিংহ
আজ শালবনী ব্লক যুবকল্যাণ বিভাগ এবং শালবনি পঞ্চায়েত সমিতির উদ্যোগে নীচুমজ্জরী উচ্চ বালিকা বিদ্যালয়ে এলাকার সাধারন মানুষজন ও প্রাথমিক ও মাধ্যমিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সাড়ম্বরে এবং উদ্দীপনা সহকারে স্বামী বিবেকানন্দের ১৫৬ তম জন্মদিন উপলক্ষে বিবেক_চেতনা উৎসব এর সূচনা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী নেপাল সিংহ, ব্লক যুব আধিকারিক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসবী ভাওয়াল,আধিকারিকগন এবং এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকারা। বর্ণাড্ঢ্য শোভাযাত্রা , বিবেকানন্দ জীবনী ও আদর্শ নিয়ে আলোচনাসভা , আবৃতি , অঙ্কন বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এছাড়াও অনুর্ধ ১৭ চার দলীয় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রানা ময়দানে , আগামী ১৬ ও ১৭ ই জানুয়ারি গোদাপিয়াশাল চারুবলা উচ্চ বালিকা বিদ্যালয়ে শালবনি ব্লক ছাত্রযুব উৎসব অনুষ্ঠিত হবে ।

posted from Bloggeroid