শুক্রবার, জানুয়ারী ১২, ২০১৮

নন্দীগ্রাম উৎসবের সূচনা পরিবহণমন্ত্রীর

প্রতাপ চট্টপাধ্যায়

নন্দীগ্রাম বাইপাস সংলগ্ন মাঠে নন্দীগ্রাম উৎসব ২০১৮ এর শুভ সূচনা করলেন এই এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

posted from Bloggeroid

খন্ডঘোষে চালু গ্রামীণ মেলা

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের লোদনায় শুরু হল গ্রামীন মেলা। উদ্বোধন করলেন জেলা তৃণমুল কংগ্রেসের সাধারন সম্পাদক উত্তম সেনগুপ্ত।এলাকাবাসীদের আগ্রহ ছিল তুঙ্গে।

posted from Bloggeroid

খাতরায় বিধায়ক কাপ ফুটবল টুর্নামেন্ট




ব্যাসদেব চক্রবর্তী

বিধায়ক জোৎস্না মান্ডির উদ্যোগে মহিলা ফুটবল খেলা অনুষ্ঠিত হল খাতড়া ব্লকের সিধু,কানু, বিরসা স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন জাতীয় ফুটবলার তথা বিধায়ক দিপেন্দু বিশ্বাস।অতিথি হিসাবে ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

শালবনীতে বিবেক চেতনা উৎসব




সন্দীপ সিংহ


আজ শালবনী ব্লক যুবকল্যাণ বিভাগ এবং শালবনি পঞ্চায়েত সমিতির উদ্যোগে নীচুমজ্জরী উচ্চ বালিকা বিদ্যালয়ে এলাকার সাধারন মানুষজন ও প্রাথমিক ও মাধ্যমিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সাড়ম্বরে এবং উদ্দীপনা সহকারে স্বামী বিবেকানন্দের ১৫৬ তম জন্মদিন উপলক্ষে বিবেক_চেতনা উৎসব এর সূচনা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী নেপাল সিংহ, ব্লক যুব আধিকারিক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসবী ভাওয়াল,আধিকারিকগন এবং এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকারা। বর্ণাড্ঢ্য শোভাযাত্রা , বিবেকানন্দ জীবনী ও আদর্শ নিয়ে আলোচনাসভা , আবৃতি , অঙ্কন বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এছাড়াও অনুর্ধ ১৭ চার দলীয় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রানা ময়দানে , আগামী ১৬ ও ১৭ ই জানুয়ারি গোদাপিয়াশাল চারুবলা উচ্চ বালিকা বিদ্যালয়ে শালবনি ব্লক ছাত্রযুব উৎসব অনুষ্ঠিত হবে ।

posted from Bloggeroid

ভাতারে বিদ্যালয়ের ৭৫ বর্ষপূর্তি

প্রতাপ চট্টোপাধ্যায়

ভাতারের খেড়ুর ছাতনী ক্ষেত্রনাথ নিম্নবুনিয়াদি বিদ্যালয়ের পঁচাত্তর বছরপূর্তি উপলক্ষে আয়োজিত

অনুষ্ঠানের অতিথি বৃন্দগণ সুভাষ মন্ডল ,বনমালী হাজরা, ষোড়শী মোহন দাঁ (বর্ধমান বিশ্ববিদ্যালয় উপাচার্য), ভাতার কলেজ অধ্যক্ষ (ইনামুল হক) ভাতার ব্লক সভাপতি দেবাশীষ ব্যানাজ্জী,বর্ধমান ১ ব্লক সভাপতি দেবনারায়ন গুহ,আমারুন ২ গ্রাম প্রধান ষষ্ঠী মুর্মু প্রমুখ।

posted from Bloggeroid

গঙ্গাসাগরে পুন্যার্থীদের অভিনন্দন পরিবহনমন্ত্রীর


প্রতাপ চট্টপাধ্যায়

আজ গঙ্গাসাগর পুণ্যস্নানে আগত পুণ্যার্থীদের অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহণ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।

posted from Bloggeroid

স্বামীজি কে পুস্পার্ঘ পরিবহণমন্ত্রীর


প্রতাপ চট্টপাধ্যায়


আজ বিশ্ব যুব দিবসে স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে গর্ভভরিহো গর্ভগৃহতে পুষ্পার্ঘ দিলেন স্বামীজির আদর্শে দীক্ষিত

পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহণ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।

posted from Bloggeroid

স্বামীজির জন্মদিবস পালিত শালবনীতে



সন্দীপ সিংহ


আজ স্বামীজির জন্মদিবস উপলক্ষে শালবনীতে বিশাল পদযাত্রা বের হয়। শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ , বিধায়ক শ্রীকান্ত মাহাত, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামপ্রসাদ গিরির নেতৃত্বে এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ , ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম বেরা সহ সমস্ত অঞ্চলের যুব নেতৃত্বের ডাকে কয়েক হাজার মানুষ এই পদযাত্রায় যোগ দান করেন।

posted from Bloggeroid

ইন্দপুরে পথ নিরাপত্তা সপ্তাহ

শুভেন্দু তন্তুবায়



বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও ইন্দপুর থানার ব্যবস্থাপনায় ঊনত্রিশ তম পথ সচেতনতা সপ্তাহ উদ্‌যাপন অনুষ্ঠিত

হল ।এই উপলক্ষে দু’দিন ব্যাপী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । মোট চোদ্দটি দলের মধ্যে এই প্রতিযোগিতা হয় । এছাড়াও বৃহস্পতিবার পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রায় দেড়শো জন পুরুষ এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় । এলাকার ছাত্রীরাও আলাদা ভাবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । দৌড় প্রতিযোগিতার সূচনা করেন ইন্দপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গোপাল বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ইন্দপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ণ পাল, এলাকার প্রাক্তন শিক্ষক অম্বুজ দাস, শিক্ষক ও সমাজসেবী অসিত লায়েক প্রমুখ ।

posted from Bloggeroid

রায়নায় ঢালাই নির্মাণ চলছে

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের রায়নার বুজরুকদিঘি তে ঢালাই রাস্তার কাজ শুরু হল।খুশী এলাকার বাসিন্দারা।তবে ইমারতি দ্রব নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন।

posted from Bloggeroid

বৃহস্পতিবার, জানুয়ারী ১১, ২০১৮

কোতলপুরে বিধায়ক তহবিলে শিশু উদ্যান




ব্যাসদেব চক্রবর্তী


বাঁকুড়ার কোতুলপুর ব্লকের কোতুলপুর থানার জমির উপর বিধায়ক উন্নয়ন তহবিলের ৫ লক্ষ টাকা অনুদানে নির্মিত শিশু উদ্যান আজ উন্মুক্ত করা হল। আজ শুভ উদ্বোধনে ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

মেটিয়াব্রুজে কম্বল বিলি


কলকাতার মেটিয়াব্রুজ এলাকায় তৃনমূল কংগ্রেসের তরফে চলে দুস্থদের কম্বল বিলি।কয়েকশো এলাকাবাসীদের হাতে তা তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলে

ন তৃনমূলের সংখ্যালঘু সেলের রাজ্য নেতা মুক্তার আলী।

posted from Bloggeroid

কোতলপুরে বিবেক চেতনা উৎসব



ব্যাস

দেব চক্রবর্তী

রাজ্য যুব কল্যাণ দপ্তরের পরিচালনায় বাঁকুড়ার কোতলপুর ব্লকে শুরু হল বিবেক চেতনা উৎসব। শুভ সূচনা করেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

বুধবার, জানুয়ারী ১০, ২০১৮

রায়নায় সফল খেলোয়ার কে সংবর্ধনা

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমান জেলার বার্ষিক শীতকালীন প্রতিযোগিতায় দীর্ঘ লম্ফনে প্রথম স্থান অধিকারী রায়না 1 ব্লকের সেহারা অঞ্চলের ছাত্রীকে সম্বর্ধনা দিলেন রায়নার বিডিও সৌমেন বণিক। উপস্থিত ছিলেন বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি।

posted from Bloggeroid

সিপিএমের হাতে খুন হওয়া ছাত্রনেতা স্মরণ বাঁকুড়ায়

ব্যাসদেব চক্রবর্তী


সিপিএম গুন্ডাদের হাতে বাঁকুড়ার

ছাত্রনেতা সুদেব ঘটক নৃশংসভাবে খুন হন ১৯৮৩ সালের ১০ জানুয়ারি। সেই ঘটনাকে স্মরন করে প্রতি বছরের ন্যায় বুধবার বাঁকুড়া খ্রীস্টান কলেজে এক স্মরন সভার অায়োজন করা হয়। জেলার যুব তৃনমূল সভাপতি শিবাজি ব্যানার্জী জেলার ছাত্রনেতা তীর্থংকর কুন্ডু সহ এদিনের সভায় উপস্থিত ছিলেন অারও অনেকে।

posted from Bloggeroid

খাতড়া ব্লকে নুতন মাধ্যমিক স্কুল চালু




ব্যাসদেব চক্রবর্তী



দীর্ঘ ৪৭ বৎসর পর বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের নগড়ী জুনিয়র হাইস্কুল মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হলো।আজ নগড়ী উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্ধোধনের মধ্য দিয়ে নবম শ্রেণীর ক্লাস শুরু হলো।এই শুভ উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

সেহারা রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের শীতবস্ত্র বিলি



কৃষ্ণ সাহা

পুর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের সেহারা রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে শীতবস্ত্র দান করা হল।শতাধিক দুস্থদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র।

posted from Bloggeroid

সোমবার, জানুয়ারী ০৮, ২০১৮

পরিচিতি, এবারের 'কুমুদরত্ন' প্রাপক অধ্যাপক অমল পাল




আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন পালনে কুমুদ সাহিত্য মেলায় 'কুমুদরত্ন' পাচ্ছেন বিশ্বভারতীর অধ্যাপক অমল পাল।

posted from Bloggeroid

হাওড়া জেলা বইমেলা শুরু

সোমবার হাওড়ার ২৯ তম বইমেলা শুরু হল।উদ্বোধনী অনুস্থানে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী, সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রমুখ।

posted from Bloggeroid

মুখ্যমন্ত্রীর হাত ধরে উত্তরবঙ্গ উৎসব শুরু




সোমবার মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হল উত্তরবঙ্গ উৎসব।এই অনুস্থানে একঝাক মন্ত্রীদের মধ্যে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ ছিলেন।শিলিগুড়িতে চলছে এই উৎসব


তথ্য ও ছবি সুজিত ঘোষ

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER