ফারুক আহমেদ: "টিম ভাবনা" এর উদ্দ্যোগে একটি নতুন ভাবনা মুর্শিদাবাদের নওদা ব্লকের অনাথ, দুঃস্থ ও অতিঅসহয় শিশুদের মুখে হাসি ফুটানোর উদ্দ্যেশে পবিত্র রমজান ও খুশীর ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় l উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদার বিধায়ক অবু তাহের খাঁন মহাশয়, নওদা থানার এস আই শ্রী নির্মল বাবুসহ বিশিষ্ট বক্তীবর্গl যদিও বস্ত্র বিতরণের মাধ্যমে সমাজের বিশাল কিছু পরিবর্তন হবে বলে মনে করেন না টিম ভাবনার সদস্যরা। নওদার কৃতি ও আলোকময় কয়েকজন সহ অধ্যাপক শাহানওয়াজ খাঁন, সহ অধ্যাপক আব্দুল হালিম, সহ অধ্যাপক ইকবল আনসারী ও সহ শিক্ষক মইনুদ্দিন বিশ্বাসরা মনে করেন যপ বস্ত্র বিতরণ করা হবে তা একদিন ছিঁড়ে যাবে l তাই টিম ভাবনার নতুন ভাবনা হল যে সমস্ত অনাথ, দুঃস্থ ও অতিঅসহয় শিশু উন্নত মেধার তাঁদের চিন্নীত করে আগামী দিনে শিক্ষার সমস্ত খরচের দায়ভার নিয়ে উন্নত আধুনিক শিক্ষা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করা হবে যেটা কোনো দিনই ছেঁড়ার নয়। এই উদ্যোগ গোটা নওদা এলাকার আমজনতার মনে দাগ কাটে এবং বহু সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়ান। সুস্থ সমাজ গড়তে এবং অসহায় এতিমদের মুখে হাসি ফোঁটাতে হলে সমাজের একটা সচেতন শ্রেণির মানুষদেরকেই এগিয়ে আসতে হয় সাহায্যের হাত নিয়ে। যে প্রয়াস নওদার সফল নাগরিক সমাজ নিল তা আগামীতে অন্যদেরকেও পথ দেখাবে। অবহেলিত সমাজকে আলো দেখানোর এই প্রয়াস সার্থক করতে উদার হাতে বহু মানুষ হাত বাড়িয়েছেন এটাই আশার আলো।
বাংলার ঘরে ঘরে যে ভাবে উদার ভাবে মানসিকতার পরিবর্তন হচ্ছে, তাতে সমাজের প্রান্তিক শ্রেণির মানুষ মাথা তুলে বাঁচার আকাশ দেখছেন। যাদের কেউ নেই দেখার এমন এতিমদের আলোয় ফিরিয়ে আনার মতো ভালো কাজ আর হয় না। কুর্নিশ নওদার টিম ভাবনার প্রয়াসকে।
বাংলার ঘরে ঘরে যে ভাবে উদার ভাবে মানসিকতার পরিবর্তন হচ্ছে, তাতে সমাজের প্রান্তিক শ্রেণির মানুষ মাথা তুলে বাঁচার আকাশ দেখছেন। যাদের কেউ নেই দেখার এমন এতিমদের আলোয় ফিরিয়ে আনার মতো ভালো কাজ আর হয় না। কুর্নিশ নওদার টিম ভাবনার প্রয়াসকে।