মোল্লা জসিমউদ্দিন: বৃহস্পতিবার সকালে কাটোয়া শহরের কাছারি রোড এলাকা থেকে সামু সেখ নামে একজন কে গ্রেপ্তার করে স্থানীয় থানার পুলিশ।এদিন দুপুরে কাটোয়া মহকুমা আদালতে এসিজেম এজলাসে পেশ করা হয়।বিচারক ধৃতকে চৌদ্দদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।এক বিবাহিতা গৃহবধূ কে ধর্ষনের অভিযোগে ধরা হয় পেশায় পুলিশ কর্মী সামু সেখ কে। সে কলকাতা পুলিশের ডিসি সাউথের অধীন ইস্টার্ন জোনের পুলিশের গাড়ীর সরকারি চালক।কেতুগ্রামের নৃশিংহপুর এলাকায় তার বাড়ী।আগরডাঙার এক বিবাহিতা গৃহবধূ কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষন করার অভিযোগে অভিযুক্ত সে।