বৃহস্পতিবার, জুন ২২, ২০১৭

অরন্যের অধিকারে অবহেলিত শোষিত আদিবাসী মানুষের বিজয় পতাকা তুলে ধরেছেন মহাশ্বেতা দেবী

অরন্যের অধিকারে অবহেলিত শোষিত আদিবাসী মানুষের  বিজয় পতাকা তুলে ধরেছেন মহাশ্বেতা দেবী।  তবে শুধু সাহিত্যের লেখনীর মধ্যে নয় বাস্তব জীবনেও নিজেকে মহাশ্বেতা দেবী শেষ দিন পর্যন্ত আদিবাসী শবর, দলিত সংখ্যালঘুদের কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলেন মহাশ্বেতা দেবী।  আর এই মহাশ্বেতা দেবীর স্মরনে "উদার আকাশ পত্রিকা মহাশ্বেতা দেবী স্মৃতি সন্মান" দিয়ে সন্মানিত করছেন সমাজের অবহেলিত মানুষদের নিয়ে যারা নিয়মিত কাজ করছেন এমন মানুষদের কে। এবছরের জন্য উদার আকাশ পত্রিকা এই পুরষ্কার দিয়ে সন্মানিত করলেন পশ্চিমবংলার মাননীয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে । নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় উচ্ছেদ হওয়া দরিদ্র মানুষের পাশে থেকে লড়াই করে সেই অসহায় মানুষদেরকে তাঁদের প্রাপ্য জমি ফিরিয়ে দিতে সাহায্য করেন শুভেন্দু অধিকারী। আর গরীব প্রান্তিক আদিবাসী সংখ্যালঘুদের নিবেদিত প্রাণ শুভেন্দু অধিকারী।  সমাজসেবায় অনন্য নজির রাখার জন্য  উদার আকাশ পত্রিকার তরফে থেকে "মহাশ্বেতা দেবী স্মৃতি সন্মান" প্রদান করা হয়। আজ পরিবহন দফতরে গিয়ে মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে "মহাশ্বেতা দেবী স্মৃতি সন্মান" তুলে দিলেন ফারুক আহমেদ। ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয় এর প্রফেসর গৌতম পাল।  উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ বলেন, শুভেন্দু অধিকারীর মতো জননায়ক ও মানবসেবকে এই সন্মান প্রদান করতে  পেরে আমরা আনন্দিত, মুগ্ধ ও বিমুগ্ধ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER