বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০১৭

কালনায় বিজেপির প্রচারগাড়ী ভাঙচুর চালাল তৃণমূল

মোল্লা জসিমউদ্দিন: বুধবার দুপুরে কালনা ২ নং ব্লকের পুর্ব সাতগেছিয়া এলাকায় বিজেপির এক প্রচারগাড়ী ভাঙচুর চালালো তৃণমূল। যদিও শাসক দলের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।জানা যায় আগামীকাল (বৃহস্পতিবার)  কালনা শহরে এক বিক্ষোভ সভা করতে আসছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ, রাজ্য নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ জেলার নেতৃত্ব। জুন মাসের মাঝামাঝি কালনা শহরে কেন্দ্রীয় সরকারের বিস্তারক কর্মসূচী প্রচার চালাতে গিয়ে প্রকাশ্যে রডপেটা হন বিজেপির সাংসদ ও চিত্রাভিনেতা জর্জ বেকার।এই ঘটনায় স্থানীয় কাউন্সিলার সহ দশের বেশি তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠে।সুবিচার চাইতে রাজভবনে রাজ্যপালের দারস্থ হন আক্রান্ত সাংসদ। সেইসাথে বিজেপির জেলা নেতৃত্ব দফায় দফায় পথ অবরোধ সহ কালনা থানায় বিক্ষোভ অবস্থান কর্মসূচী নেয় মূল অভিযুক্তদের ধরতে।আন্দ্রোলনের গতি বাড়াতে বৃহস্পতিবার কালনা শহরে বিজেপির রাজ্য সভাপতির প্রতিবাদ সভা।সেইমত বুধবার বিজেপির তরফে চলছিল গাড়ী করে প্রচারাভিযান। আজ দুপুরে কালনা ২ ব্লকের পুর্ব সাতগেছিয়ায় এইরুপ এক গাড়ীর উপর চড়াও হয় স্থানীয় তৃনমূল কর্মী সমর্থকেরা।গাড়ীর কাঁচ ভেঙে দেওয়া থেকে চাকার হাওয়া খুলে নেওয়া।এমনকি গাড়ীর মধ্যে থাকা বিজেপির লোকেদের মারধোর চালাবার অভিযোগ উঠে তৃনমূলের বিরুদ্ধে।কালনা থানার পুলিশ বিজেপির গাড়ীটি থানায় নিয়ে যায়।এই ঘটনায় লিখিত অভিযোগপত্র জমা পড়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।যেভাবে বিজেপি সাংসদ জর্জ বেকারের হামলার ঘটনা কে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচী নিচ্ছে বিজেপি, এবং পুনরায় হামলা করার মত ঘটনায় জড়াচ্ছে তৃনমূল। তাতে সাংগঠনিকভাবে বিজেপি কালনা মহকুমা এলাকায় 'অক্সিজেন ' পেয়ে যাচ্ছে বলে মনে করছে জেলা রাজনীতিবিদরা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER