শনিবার, আগস্ট ১৯, ২০১৭

মঙ্গলকোটে শহীদ স্মরণ


মোল্লা জসিমউদ্দিন : বৃহস্পতিবার দুপুরে মঙ্গলকোটের ঝিলু গ্রামে প্রয়াত কংগ্রেস নেতা সেখ হাতেম আলীর স্মরণসভা হলো।কয়েক হাজার এলাকাবাসী উপস্থিত ছিলেন এই শহীদ স্মরণে।ব্লক তৃনমূল সভাপতি অপুর্ব চৌধুরী, ঝিলু ১ গ্রাম প্রধান স্বাধীন সেখ, ব্লক তৃনমূল নেতা প্রদীপ চট্টরাজ প্রমুখ এসেছিলেন।প্রয়াত সেখ হাতেম আলী একাধারে ১৯৭২ থেকে ৭৭ সাল অবধি মঙ্গলকোট ব্লকের কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং অবিভক্ত ঝিলু অঞ্চলের অধক্ষ ( বর্তমান গ্রাম প্রধান পদ) ছিলেন।তাঁকে সিপিএমের লোকেরা ১৯৭৭ সালে পিটিয়ে খুন করে থাকে।দক্ষীনপন্থী মানুষদের কাছে মঙ্গলকোটের সেখ হাতেম আলী এক বর্ণময় চরিত্র।তাই তাঁর গ্রাম ঝিলুতে আজ স্মরণসভার আয়োজন করে ব্লক তৃনমূল কমিটি।





OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER