অপূর্ব দাস
কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় অনূর্ধ১৪ বিভাগে চতুর্থ স্থান জয়ী বৃষ্টি
মুখোপাধ্যায়কে সম্বর্ধনা দিল সেণ্ট জন এ্যাম্বুলেন্স এ্যাসোসিয়েশন,
বর্ধমান সেণ্টার। ২৭ আগষ্ট বর্ধমানের সেণ্ট জন ভবনে পূর্ব বর্ধমানের
জেলাশাসক তথা সেণ্ট জন এ্যাম্বুলেন্স এ্যাসোসিয়েশন, বর্ধমান সেণ্টারের
চেয়ারম্যান অনুরাগ শ্রীবাস্তব খুদে দাবাড়ু বৃষ্টিকে উত্তরীয়, ফুলের
তোড়া, স্মারক ও মিষ্টি প্রদান করে সম্বর্ধিত করেন।
সেণ্ট জন এ্যাম্বুলন্স এ্যাসোসিয়েশনের সাধারণ সভায় বৃষ্টিকে সম্বর্ধনা
দেওয়ার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বৃষ্টির বাবা ও মা দেবাশীষ
মুখোপাধ্যায় ও অপরূপা মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।
জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বৃষ্টির সাফল্য কামনা করে বলেন, দাবা খেলায়
বৃষ্টি আরো বড় সাফল্য পাবে। এই বিশ্বাস আমাদের রয়েছে। অনুষ্ঠানে বৃষ্টির
সম্বন্ধে বলতে গিয়ে এ্যাসোসিয়েশনের সদস্য বিশ্বনাথ ঘর জানান, মেমারীর
বাসিন্দা এবং রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী
বৃষ্টি মুখোপধ্যায় সম্প্রতি দিল্লীতে অনূর্ধ ১৪ কমনওয়েলথ দাবা
প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল করেছে। আগামী বছর থাইল্যাণ্ডে আয়োজিত
এশীয় যুব দাবা প্রতিযোগিতাতেও সে যোগ দেবার জন্য প্রস্তুত হচ্ছে।
এই বছর জেলাস্তরে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়ে বৃষ্টি।
অনূর্ধ ১৩ রাজ্য স্তরের দাবা প্রতিযোগিতায় পাঞ্জাবের জলন্ধর থেকে পদক
আনার পর দিল্লীর কমনওয়েলথ দাবায় যোগ দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে
টাইব্রেকারে হেরে চতুর্থ স্থান পেয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজকুমার সাধু,
সুদীপা হালদার, পূবালী দত্ত, সঙ্গীতা আগরওয়াল, রুনা কুণ্ডু, কাকলি সাধু,
বনশ্রী দেবনাথ, রানু আশ, নেপালচন্দ্র দে, ডা. ডি. চ্যাটার্জী, ডা. সদরুল
আলম, দেবব্রত মহান্তী, শীর্ষেন্দু সাধু, মহেন্দ্র গর্গ, সুব্রত মণ্ডল,
গোপাল বন্দোপাধ্যায়, উদয়চাঁদ দে এবং অন্যান্য বিশিষ্টজনেরা।
মঙ্গলবার, আগস্ট ২৯, ২০১৭
দাবাড়ু বৃষ্টি মুখোপাধ্যায়কে সম্বর্ধনা
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...