মোল্লা জসিমউদ্দিন : মঙ্গলকোটের তৃনমূলের গোষ্ঠীবিবাদ নূতন কিছু নয়।সে ২০১১ এর পরিবর্তনের পুর্বে হোক কিংবা ২০১৬ এর বিধানসভার ফলাফল পরবর্তীতে হোক।সিদ্দিকুল্লাহ চৌধুরীর মত পোড়খাওয়া রাজনীতিবিদ কে মঙ্গলকোটে টিকিট দিয়ে, পরে মন্ত্রিত্ব দিয়ে শীর্ষ তৃণমূল নেতৃত্ব গোষ্ঠীবিবাদের রাশ অনেকখানি কমেছে।তবুও থামছেনা শাসক দলের এলাকায় কর্তৃত্ব নিয়ে লড়াই।সাম্প্রতিকতম ইস্যু হিসাবে উঠে এসেছে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারী ক্ষতিপূরণ পাবার বিষয়টি।ইতিমধ্যে রাজ্যসরকার পুর্ব বর্ধমান জেলায় একশ দশ কোটি টাকা মঞ্জুর করে।তারমধ্যে মঙ্গলকোট ব্লকের চাষীদের জন্য সাড়ে দশ কোটি টাকা।প্রতিবারেই এইধরনের ফর্ম বিলি হয় সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ কৃষি দপ্তর থেকে।এবার সম্ভবত আগামী পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে শাসকদলের জনপ্রতিনিধিরা কৃষি বিষয়ক বোর্ড মিটিং তে সিদ্ধান্ত নেয় ফর্ম গুলি পঞ্চায়েতের সংসদ পিছু বিলি করা হবে।তবে বর্ধমানের কিছু ব্লক নিজেরাই, সেইসাথে বিডিও অফিস, কৃষান মান্ডি থেকে বিলি করার কর্মসূচী নেয়।মঙ্গলকোটের ক্ষেত্রে পঞ্চায়েত স্তরে বিডিও অফিসে সিদ্ধান্ত হওয়ায় বেকায়দায় পড়ে যান এলাকার বিধায়ক মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। কেননা আঠারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র তিনটি পঞ্চায়েত বিধায়ক প্রভাবিত। তবে সব পঞ্চায়েতেই একতৃতীয়াংশ জনপ্রতিনিধি তাঁর নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রকাশ।মঙ্গলকোটের কৃষিদপ্তর সংসদ পিছু তিনশো আশি করে ফর্ম পঞ্চায়েত সদস্যদের খাতাকলমে দেওয়ার কথা বললেও, পঞ্চায়েত প্রধানরা মনোনীত ব্যক্তিদের দিয়ে কোথাও তিন থেকে চার হাজার টাকার বিনিময়ে আবার কোথাওবা নিজ অনুগামীদের দেয়।যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষী, তারা বঞ্চিত হয় ক্ষতিপূরণ পাবার ফর্ম পেতে।কেউ পঞ্চায়েতে ফর্ম না পেলে, কৃষি দপ্তরে তা পাবার কথা বলা হলেও।এক্ষেত্রে মঙ্গলকোটের কৃষি দপ্তরের হাতে থাকা প্রায় তিনহাজার ফর্ম চমকিয়ে নিয়ে যান পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বোধন।এইরুপ দাবি দপ্তরের একাংশে।বিধায়ক অনুগামী হিসাবে পরিচিত ক্ষতিগ্রস্ত চাষীরা সিদ্দিকুল্লাহ সাহেব কে জানান।এরপরে মঙ্গলকোট বিধায়ক তা লিখিত অভিযোগ হিসাবে জানিয়ে দেন কৃষিমন্ত্রী মহাশয় কে।কৃষিমন্ত্রী সংশ্লিষ্ট জেলাশাসক কে বিষয়টি জানাবার কথা বলেন।সেইমত শুক্রবার দুপুরে বিধায়কের এক প্রতিনিধিদল পুর্ব বর্ধমান জেলাশাসক অফিসে পাঁচ হাজারের কিছু বেশি ক্ষতিগ্রস্ত চাষীদের বিস্তারিত তালিকা দেয়।এ থেকে বোঝা যায় আগামী পঞ্চায়েত নির্বাচনে মঙ্গলকোটে 'পাইয়ে দেবার' রাজনীতিতে একমুঠো মাটি ছাড়তে রাজী নয় বিবাদমান কোন পক্ষই।কৃষি দপ্তরের বাইশ হাজার ফর্ম যা ব্লক তৃনমূল সভাপতি অপুর্ব চৌধুরীর নিয়ন্ত্রণে এবং বিধায়কের পাঁচ হাজারের তালিকা।সর্বমোট সাতাশ হাজার চাষী পরিবারের কাছে কে কতটা কাছের/কাজের লোক সেই তরজা চলছে মঙ্গলকোটের বুকে।
রবিবার, আগস্ট ২০, ২০১৭
চাষে ক্ষতিপূরণ নিয়ে মঙ্গলকোটে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...