রবিবার, আগস্ট ২০, ২০১৭

মঙ্গলকোটে ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা দিলেন বিধায়ক


পারিজাত মোল্লা, মঙ্গলকোট: সম্প্রতি রাজ্যসরকারের তরফে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষীদের জন্য পুর্ব বর্ধমান জেলায় একশো কোটি টাকার অনুদান বরাদ্দকৃত হয়।যার মধ্যে মঙ্গলকোটে সাড়ে দশ কোটি অনুদান পড়ে।গত ২৬ শে জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত মঙ্গলকোট কৃষি বিভাগ স্থানীয় পঞ্চায়েত সমিতির সুপারিশে পঞ্চায়েত ভিক্তিক ক্ষতিগ্রস্ত চাষীদের জন্য ফর্ম বিলি করে থাকে।প্রতিটি পঞ্চায়েতে সংসদ পিছু ৩৮০ টি গড়ে সরকারী নিয়ম লাঘু হলেও, বেশিরভাগ পঞ্চায়েতে নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা ফর্ম পাননি বলে অভিযোগ উঠে।গতবারের শিলাবৃষ্টিজনিত ক্ষতিপূরণ বাবদ সরকারী অনুদানে দুর্নীতির মতন এবারেও সেই আর্থিক দুর্নীতির আশংকা দেখা যায়।এইরুপ অভিযোগ এলাকাবাসীদের কাছে পেয়ে স্থানীয় বিধায়ক হিসাবে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ক্ষতিপূরণের ফর্ম বিলিতে অনিয়ম টি রাজ্যের কৃষিমন্ত্রী পুর্নেন্দু বসু কে লিখিতভাবে জানান।সেইমত প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা জেলাপ্রশাসন কে দিতে বলেন তিনি।সেইমত শুক্রবার দুপুরে মঙ্গলকোট বিধায়কের এক প্রতিনিধিদল এলাকার পাঁচ হাজারের কিছু বেশি চাষীদের তালিকা জেলাশাসক অফিসে জমা দেয়।উল্লেখ্য মঙ্গলকোটে বাইশ হাজার ক্ষতিপূরণ ফর্ম মঞ্জুর হলেও, তা মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কয়েকজন কর্মকর্তার কাছে পৌছে যায়।পঞ্চায়েত স্তরে সংসদ পিছু বিলির কথা বললেও বেশিরভাগ ক্ষেত্রে কোথাও ফর্ম পিছু তিনহাজার টাকা, আবার কোথাওবা আনুগত্য বুঝে বিলি করা হয়।সরকারী নিয়ম অনুযায়ী পঞ্চায়েতে কেউ ফর্ম না পেলে, কৃষি দপ্তরে ফর্ম পাওয়ার কথা।মঙ্গলকোটের ক্ষেত্রে 'ইমারজেন্সি' ফর্ম প্রায় তিনহাজারটি কৃষি দপ্তরে রাখা থাকলেও, তা পঞ্চায়ত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নিয়ম কে তোয়াক্কা না করে নিয়ে চলে যায়।এরফলে মঙ্গলকোটের অধিকাংশ ক্ষতিগ্রস্ত চাষী সরকারী অনুদান পাবার ফর্ম পেতে বঞ্চিত হয়।সেই জায়গায় মঙ্গলকোট বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রামে গ্রামে প্রতিনিধিদল পাঠিয়ে তালিকা করেন।সেই তালিকা শুক্রবার পুর্ব বর্ধমান জেলাশাসক এর অফিসে জমা পড়ে।প্রশাসন সুত্রে জানা গেছে, এই তালিকা স্থানীয় কৃষিদপ্তর কে  পাঠিয়ে দেওয়া হবে।পরবর্তীতে তাদের কে ফর্ম দেওয়া হবে।সেই ফর্ম ফিলাপ করে পুনরায় জমা করে জেলাপ্রশাসন কে পাঠিয়ে দেবে কৃষিদপ্তর।





OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER