শনিবার, আগস্ট ২৬, ২০১৭

আইনি শিবির মঙ্গলকোট কলেজে

মোল্লা জসিমউদ্দিন  : আদালতের এজলাসে বিচারকের রায়ের দিকে তাকিয়ে থাকেন আইনজীবী সহ বিচারপ্রার্থীরা।তবে আইনের সচেতনতা বৃদ্ধিতে বিচারকমন্ডলী হাজির হলো মঙ্গলকোটের সরকারি ডিগ্রী কলেজে।বৃহস্পতিবার বেলা তিনটে থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত মঙ্গলকোটের পালিশগ্রাম সংলগ্ন কলেজে শখানেক স্নাতকস্তরের পড়ুয়াদের নিয়ে এক আইনি শিবিরের আয়োজন করে কাটোয়া আদালতের মহকুমা আইনি পরিষেবা কেন্দ্র।এই সরকারি সংস্থার সম্পাদক সুশোভন মুখোপাধ্যায় জানান " আজকের শিবিরে কাটোয়া মহকুমা আদালতের সন্দীপ চৌধুরী (অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক - মেন ), কাঁজি আবুল হাসেম(অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক - ফাস্ট ট্রাক), কৌস্তুভ মুখোপাধ্যায় (জে.এম),সৌরভ নন্দী (মুন্সেফ ), সেখ জালাল আলি (মুন্সেফ ) প্রমুখ উপস্থিত ছিলেন এদিন।বিভিন্ন ফৌজদারি এবং দেওয়ানি আইন নিয়ে পর্যালোচনা চলে।সেইসাথে কিভাবে মামলা শুরু হয়, পুলিশের ভুমিকা, আদালতের বিচারপ্রক্রিয়া সম্পকে অবগত করানো হয়।সরকারী সাহায্যে কিভাবে সুবিচার মিলবে তাও আলোচনা হয় এদিন।একসাথে এতজন বিচারকের উপস্থিতিতে আইনী শিবির যেন আদালতের এজলাসে পরিণত হয় মঙ্গলকোটের ডিগ্রী কলেজের সেমিনারস্থলটি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER