শনিবার, আগস্ট ২৬, ২০১৭

বাজারে ২০০ টাকার নয়া নোট,,,,জেনে নিন এই ১৭টি বৈশিষ্ট্য...............

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই আত্মপ্রকাশ করল নয়া ২০০ টাকার নোট। নোট বাতিলের পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে এনেছিল। তারপরই এল এই নয়া ২০০ টাকার নোট। কিন্তু এই উজ্জ্বল হলুদ রঙের নয়া নোটে এমন বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেগুলির কথা অনেকেই হয়তো জানেন না। কী কী আধুনিক সুরক্ষা বিধি রয়েছে এই নতুন নোটে। জানতে পড়ুন এই প্রতিবেদনটি-
১. নোটটি আলোর দিকে তুলে ধরলে সংখ্যায় ২০০ লেখাটি আবছাভাবে দেখা যাবে।
২. নোটের ভিতরেও খুদে অক্ষরে ২০০ লেখা রয়েছে সংখ্যায়।
৩. দেবনাগরী হরফে ২০০ লেখা রয়েছে।
৪. নোটের কেন্দ্রে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি।
৫. নোটের গায়ে মাইক্রো লেটারে লেখা রয়েছে ‘RBI’, ‘ভারত’, ‘India’ ও ‘২০০’।
৬. সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে নতুন নোটে। ‘ভারত’ ও ‘RBI’ লেখাটি সামান্য হেলিয়ে ধরলে সবুজ নয়, বরং খানিকটা নীল রঙের দেখা যাবে।
৭. গভর্নরের স্বাক্ষর ও রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক চিহ্নটি মহাত্মার ছবির ডানদিকে রয়েছে।
৮. ‘রুপি’ চিহ্নটি ও সংখ্যা ২০০ লেখাটি বিভিন্নভাবে ধরলে আলাদা আলাদা রংয়ের দেখা যাবে।
৯. নোটের ডান দিকে রয়েছে অশোক স্তম্ভের ছবি।
১০. মহাত্মা গান্ধীর ছবিতে রয়েছে ইলেক্ট্রো-টাইপ ওয়াটারমার্ক।

১১. বাঁ থেকে ডান দিকে নোটে ২০০ লেখা হরফ ক্রমশ বর হয়েছে।
১২. দৃষ্টিহীনদের জন্য মহাত্মা গান্ধীর ছবি, অশোক স্তম্ভে, ২০০ লেখাটি ইন্টাগলিও প্রযুক্তিতে ছাপা হয়েছে।
১৩. নোটের পিছনে কোন বছর ছাপা হয়েছে নোটটি, সেটির উল্লেখ রয়েছে।
১৪. নোটের পিছনে স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান রয়েছে।
১৫. রয়েছে ল্যাঙ্গুয়েজ প্যানেল।
১৬. সাঁচি স্তুপের প্রতিকৃতি রয়েছে নোটের গায়ে।
১৭. নোটগুলির আকৃতি ৬৬x১৪৬ মিমি।


OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER