সোমবার, সেপ্টেম্বর ০৪, ২০১৭

দিঘায় ডুবল ইলিশ ভর্তি ট্রলার

দিঘা মোহনার অদূরে ডুবল ইলিশ ভর্তি ট্রলার 

জাহাঙ্গীর বাদশা, দিঘা, ০৪ সেপ্টেম্বর :  সোমবার ভোরের দিকে গভীর সমূদ্র থেকে ফেরার সময় দিঘা মোহনা থেকে মাত্র কয়েক'শ মিটার দূরেই ডুবল ইলিশ ভর্তি ট্রলার। সেই সঙ্গে ট্রলারে থাকা ইলিশ ও অন্যান্য মাছ মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ টন মাছ সমূদ্রে তলিয়ে গেছে। তবে 'সওদাগর' নামের ট্রলারটিতে থাকা সমস্ত মৎস্যজীবি সুরক্ষিত ভাবে পাড়ে সাঁতরে এসেছে।

দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের কর্মী মেহবুব আলী জানিয়েছেন, দিন কয়েক ধরে গভীর সমূদ্রে মাছ ধরার পর সোমবার ভোররাতে তাঁরা দিঘা মোহনায় ফিরছিলেন। কিন্তু মোহনা থেকে প্রায় ২০০ মিটার দূরে আচমকাই ট্রলারটি ডুবতে শুরু করে। ট্রলারের তলা ফুটো হয়ে হুহু করে জল ঢুকতে থাকে ভেতরে। অনেক চেষ্টা করেও সেটিকে পাড়ে আনার আগেই সেটি ডুবে যায়। অগত্যা প্রাণ বাঁচাতে ট্রলার থেকে ঝাঁপ দিয়ে কোনও রকমে সাঁতরে পাড়ে চলে আসে তারা।

ট্রলারের মালিক নন্দীগ্রামের বাসিন্দা সেক মোমরেজ জানিয়েছেন, ট্রলারটি ডুবে যাওয়ার ফলে তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মাছগুলোর পাশাপাশি ট্রলারের বহু সামগ্রী জলে তলিয়ে গিয়েছে। । তাঁর মতে, ট্রলারটির তলা ফুটো হয়ে জল ঢোকা শুরু হলেও প্রথম দিকে কেউ বিষয়টি খেয়াল করেননি।

এই ঘটনায় দিঘা শংকরপুর ফিসারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশানের সভাপতি শ্যামসুন্দর দাস জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই দিঘা মোহনা এলাকাটি ড্রেজিংয়ের সমস্যায় জর্জরিত রয়েছে। মোহনার আশেপাশে একাধিক জায়গায় বড়সড় চড়া পড়ে গিয়েছে। ফলে মাছভর্তি ট্রলারগুলি পাড়ে আসার সময় বহু ক্ষেত্রেই দুর্ঘটনার শিকার হচ্ছে। মৎস্যজীবিদের অজ্ঞাতেই ট্রলারের তলা চড়ায় ধাক্কা খেয়ে ফুটো হয়ে যায়। যার জেরে এমন বড়সড় দুর্ঘটনা ঘটেছে। এই বিষয়ে নজর দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER