রবিবার, সেপ্টেম্বর ০৩, ২০১৭

ফাল্গুনীর পর ডালিমকে নিয়ে টুর্নামেন্ট 


মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলকোট, ২ সেপ্টেম্বর : মঙ্গলকোটের রাজনীতির আঙিনায় নবতম সংযোজন তৃনমূল নেতা ডালিম সেখ স্মরণে ফুটবল টুর্নামেন্ট। আজ, রবিবার মঙ্গলকোটের নিগন এলাকায় একদিনের এই খেলাটি হতে চলেছে।উপস্থিত থাকবেন ব্লক তৃনমূল নেতৃত্ব। ইতিপূর্বে বিগত বাম জমানায় খুন হওয়া সিপিএম নেতা ফাল্গুনী মুখার্জী স্মরণে ২০১০ সালের ১৫ জুন থেকে ফুটবল টুর্নামেন্ট করে আসছে সিপিএম নেতৃত্ব। আর তৃনমূল নেতা ডালিম সেখের স্মরণে এই প্রথম হতে চলেছে টুর্নামেন্ট টি।দুই মেরুর দুই নেতা খুনে মূল অভিযোগ সেই গোষ্ঠীবিবাদের করুণ পরিণতি। ২০০৯ সালে ১৫ জুন মঙ্গলকোটের ধান্যরুখিতে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছিলেন তৎকালীন বর্ধমান জেলাপরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ও জেলা সিপিএমের দাপুটে নেতা ফাল্গুনী মুখার্জী।যিনি মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির দুবার সহ সভাপতি,  একবার সভাপতি ছিলেন।তাঁর খুন কে টাটকা রাখতে সিপিএম নেতারা ফুটবল প্রতিযোগিতার বন্দোবস্ত করে বলে বিরোধীদের দাবি।এই খুনে তৃণমূল নেতাদের দিকে লিখিত অভিযোগ দায়ের হলেও, সিপিএমের স্থানীয় নেতাদের এলাকা দখলের জন্য এই খুন বলে দাবি এলাকার বাসিন্দাদের।অনুরুপভাবে চলতি বছরে ১৯ জুন একই কায়দায় খুন হন শিমুলিয়া ১ নং অঞ্চল সভাপতি ডালিম সেখ।এই খুনে বিরোধী দলের দিকে অভিযোগ না উঠলেও, লিখিত অভিযোগ উঠে দলীয় বিধায়ক সিদ্দিকুল্লার ভাই সহ শিবিরের দিকে।খুনের রহস্য উদঘাটনে গত ২৯ জুন মুখ্যমন্ত্রী সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ অভিযুক্ত জেলবন্দি।আদালতে চার্জশীট পেশের মুখে তদন্তকারী সংস্থা। ঠিক এইরকম পরিস্থিতিতে বাম জমানায় সিপিএম নেতা ফাল্গুনী মুখার্জী কে স্মরণে রাখতে যে ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছিল।তা তৃনমূল আমলে শাসকগোষ্ঠী তাঁদের অনুগামী নেতা ডালিম সেখ কে মঙ্গলকোটের রাজনীতিতে বাঁচিয়ে রাখয়ে অনুরুপ কায়দায় ফুটবল টুর্নামেন্ট চালু করলো।





OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER