বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৭, ২০১৭

বিশ্বকর্মা পুজো ঘিরে আদ্রায় তৈরী হচ্ছে ২৩ ফুটের বিশ্বকর্মা

শুভদীপ চৌধুরী, আদ্রাঃ- রেলশহর আদ্রায় প্রতিবছরই থাকে বিশ্বকর্মা পুজোয় জাঁকজমকের আকর্ষণ । এবছরও বিশ্বকর্মার মূর্তির দিকে নজর কাড়তে এগিয়ে থাকছে বাঙালী সমিতির পুজো প্যান্ডেল । এবছরও বাঙালী সমিতির পুজো প্যান্ডেলের বিশেষ আকর্ষণ বিশ্বকর্মার প্রতিমা । প্রত্যেক বছরের মতো এবছরও থাকছে ২৩ ফুটের বিশ্বকর্মা প্রতিমা ।
বাঙালী সমিতির সম্পাদক তপন কুমার ব্যানার্জী ও সদস্য দেবাশিষ দে, সাত্যকী দে ও অন্যান্যদের দাবি, “রেলশহর আদ্রা তো এমনিতেই পুজোয় জমজমাট থাকে, আশা করবো অন্যবারের মতো এবারেও জনসমুদ্র দেখা যাবে বাঙালী সমিতিতে ।”  অন্যদিকে মিলন মেলা ও বিশ্বকর্মা পুজোর উদ্যোক্তা চিরঞ্জীব সরকার জানান, এবছর মেলা শুরু হচ্ছে ৯ই সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ।  মেলায় বিশেষ আকর্ষণ থাকবে অ্যাকুয়া ফান বোটিং । যা আদ্রায় প্রথমবার এই মেলায় আসছে ও এছাড়াও থাকছে প্রায় ৩০টি স্টল । এগুলির মধ্যে থাকবে কাঠের আসবাবপত্র, খাবারের ও অন্যান্য স্টল ।
চিরঞ্জীববাবু জানান, আগামী বছর থিমপুজো করে বিশ্বকর্মা পুজো করার ইচ্ছে আছে আদ্রার বুকে ।


OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER