সেখ সামসুদ্দিনঃ মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইন্সটিটিউশন ইউনিট ১ এর ১২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপি চলা অনুষ্ঠানের তিন দিন ব্যাপি সমাপ্তি অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ক্ষুদ্র কুটির শিল্প ও প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ও বিধায়িকা নার্গিস বেগম । উপস্থিত ছিলেন মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, বিডিও বিপুল মন্ডল, সভাপতি অসিত মুদি সহ কর্মাধ্যক্ষ প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল, পরিচালন সভাপতি আশিষ ঘোষ দস্তিদার ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষক বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী অনুষ্ঠানের সাফল্য কামনা করে বার্তা পাঠান।