সাংবাদিকদের ক্ষতির পেছনে কি একাংশ সাংবাদিক জড়িত?
মোল্লা জসিমউদ্দিন
সাংবাদিকদের উপর হামলা নুতন কিছু নয়, কোথাও প্রানঘাতী আবার কোথাও পেটানো।এইবিধ ঘটনার পেছনে পুলিশ - প্রশাসন - শাসকদলের একাংশের যোগসাজিশ থাকে।তা বারবার প্রমানিত।তবে সাংবাদিকদের জব্দ করতে এরা(ষড়যন্তকারীরা) কিছু সাংবাদিকদের মদত পাই।এটা সাধারণ পাঠকরা না বুঝলেও, একটু পরিণত সাংবাদিকরা হাড়ে হাড়ে উপলব্ধি করেন।বিগত বাম জমানার মত তৃনমূলের আমলেও সাংবাদিকরা সুরক্ষিত নন।পুলিশি সন্ত্রাস, প্রশাসনের সিন্ডিকেটের হুমকি, বালি/কয়লা/লোহা মাফিয়াদের ম্যাসলম্যানদের লালচোখের অনেকেই শিকার হয়েছেন।আসলে কিছু সাংবাদিক যারা সাংবাদিকতা অপেক্ষা পুলিশের চামচাগিরি করে থাকে।আবার কেউ এ সাহেব, সে সাহেবের খাসলোক দাবি করে পোস্টিং করিয়ে দেয়। এইধরনে সাংবাদিকদের হতে একটু দূরে থাকবেন।না হলে হাসিমুখে দাদাভাই বলে কোনদিন লেলিয়ে দিয়ে মারধোরের ব্যবস্থা, পুলিশ কেসের প্রাপ্তিযোগ ঘটিয়ে দেবে।
আমার পনেরো বছরের সাংবাদিকতা জীবনে তিনটি পুলিশ কেস,একটি হাইকোটে রিট পিটিশন, দুবার হামলা সেই উপলব্ধি কে বারবার জানান দেয়।