আজ ৮ই সেপ্টেম্বর, "আন্তর্জাতিক সাক্ষরতা দিবস" পালিত হলো মঙ্গলকোট ৩ নং চক্রের পালিশগ্রাম দাসপাড়া অ. প্রা. বিদ্যালয়ে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে। প্রথমে সাক্ষরতা সম্বলিত স্লোগান এর মাধ্যমে ছাত্র ছাত্রীদের পদ যাত্রা, এরপর সরবত পান, তারপর অভিভাবক দের সঙ্গে আলোচনা শিক্ষা বিষয়ে, এরপর প্রধান অতিথি মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির "বন ও ভূমি" কর্মাধ্যক্ষ আব্দুস সামাদ চৌধুরী মহাশয় ও পাড়ার প্রতিনিধি হিমাংশু দাস মহাশয় উদ্বোধন করলেন "শিশু সংসদ কক্ষ" ও বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা "রূপকথা"।