বাকুঁড়া স্টেশন থেকে মশাগ্রাম ( বর্ধমান হাওড়া কর্ডলাইনে পড়ে) অবধি সারাদিন ধরে চারটি ট্রেন যাতায়াত করবে সেহেরাবাজার ভায়া হয়ে।আজকের উদ্বোধনীতে ছিলেন সাংসদ সৌমিত্র খান।এই রেলরুটে ট্রেন চলাচল বাড়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন পঞ্চায়েতের রাস্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা।
সংবাদ ব্যাসদের চক্রবর্তী।