সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০১৭

ঝাড়গ্রামে অফিসার্স ক্লাবের ৬৮ তম পুজো

সঞ্জয় হালদার

ঝাড়গ্রাম অফিসার্স ক্লাব প্রাঙ্গণে রঘুনাথপুর সর্বজনীন এবার ৬৮ তম বর্ষ। পুজোর ক্যাচলাইন-থিম শরতের সোনালী রোদ্দুর আঁকে আনন্দের আলপনা, শারদীয়ার আলো ছড়িয়ে দিল প্রজাপতির রঙিন পাখনা। শিল্পী অলোক মিশ্রর ভাবনায় ফুটে উঠছে মণ্ডপ। বাইরে দেখতে পাওয়া যাবে আস্ত একখানা একটি প্রজাপতির গুটি। ওই গুটি থেকে লম্বায় ৪২ ফুট ও  ৮২ ফুট ডানা যুক্ত একটি  রঙিন প্রজাপতিটি বেরিয়ে আসছে। প্রজাপতির পেটের তলা দিয়ে গুটির মধ্য দিয়ে মণ্ডপে প্রবেশ। মণ্ডপের ভিতরে থাকছে লাল, নীল, হলুদ, সবুজ নানা রংয়ের ছোট ও বড় মিলিয়ে সাড়ে তিন হাজার প্রজাপতি বিভিন্ন আঙ্গিকে সাজানো থাকবে।  এছাড়াও ১৬ থেকে ১৮ ফুট ডানাযুক্ত আট থেকে দশ ফুট লম্বা ১৩টি প্রজাপতি মণ্ডপের বাইরে উড়তে দেখা যাবে। সঙ্গে মানানসই আলোকসজ্জা ও সাবেকি প্রতিমা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER