বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০১৭

মেমারিতে ছটপুজোয় বস্ত্রবিলি

সেখ সামসুদ্দিন

ছটপুজো উপলক্ষে মেমারি কৃষ্ণবাজার ছট পুজো কমিটির উদ্যোগে গতকাল দুপুর থেকে শুরু করে আজ পর্যন্ত উপোস থাকা মা বোনেদের বস্ত্র বিতরণ করে চলছে । মেমারি ১ ব্লক ছাত্রনেতা মুকেশ শর্মা বাড়ি বাড়ি গিয়ে উপোসী মহিলা সদস্যদের হাতে পুজোর শাড়ি তুলে দেন। গতকাল দুপুরে পুরসভার ৯ নং ওয়ার্ডের ৫০ জন, সন্ধ্যায় ১ নং ওয়ার্ডের মেমারি কলেজ মাঠপাড়ায় ৩১ জন ও বৃহস্পতিবার সকালে ৫ ও ৬ নং ওয়ার্ডের কৃষ্ণবাজার কলেজ রোড মহল্লায় ১১৯ জন মোট ২০০ জনের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER