KATWA SUB-DIVISONAL PRESS CORNER
সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত সংবাদমাধ্যম। এবার রামপুরহাটে। ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি নির্মমভাবে তাদের মারধর করা হয়েছে । এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছে বর্ধমান জেলা প্রেস ক্লাব।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...