সেখ সামসুদ্দিন
মেমারি পুরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিনতি নায়েক দিদিমণির শিববিলাস বাড়িতে রাজরাজেশ্বরী মন্দিরে রবিবার সকাল থেকে মহাধূমধামের সঙ্গে শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজো হয়। সারাদিনে পুজো উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়। দুপুরে ঠাকুরের মহাপ্রসাদ ভোগ খিচুড়ি বিতরণ করা হয়। আগামীকাল সকালে দশমীর পুজো হবে বলে জানান মিনতি নায়েক দিদিমণি।