জাহাঙ্গীর বাদশা
রবিবার পুর্ব মেদনীপুরের নন্দীগ্রামে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে 'আক্রান্ত আমরা'র প্রতিনিধিরা।নন্দীগ্রাম ২নং ব্লকের আমদাবাদ গ্রাম পঞ্চায়েতের সুবদা এলাকায় নির্যাতিতা এক গৃহবধূর সঙ্গে দেখা করতে এসে বাধার মুখে পড়তে হল আমরা আক্রান্তর প্রতিনিধিদের। রবিবার বিকেল নাগাদ অম্বিকেশ মহাপাত্র, মন্দাক্রান্তা সেন, প্রতিমা দত্ত, অরুনাভ গাঙ্গুলী সহ ১২ জনের একটি দল সুবদায় যাওয়ার চেষ্টা করেন।ওই গ্রামের এক গৃহবধূকে 'প্রধানমন্ত্রী আবাস যোজনা'র কমিশন না দেওয়ায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় তৃণমূল নেতা অসিত হাজরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। সেই গৃহবধূ ও তাঁর পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে এদিন আগাম পুলিশ ও প্রশাসনকে জানিয়ে এসেছিলেন আক্রান্ত আমরার প্রতিনিধিরা। কিন্তু তারপরেও সুবদা বাজারের কাছে তাঁদের পথ আটকান গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবী, অকারণে এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্যই বহিরাগতরা আসছেন। এই কারনেই তাঁদের গ্রামে যেতে বাধা দেওয়া হয়েছে।যদিও 'আক্রান্ত আমরা'র প্রতিনিধিরা এরপর নন্দীগ্রাম থানায় গিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। স্বাধীন ভারতে কথা বলতে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন তাঁরা। তবে এই বিষয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।