শুভদীপ ঋজু মন্ডল
এবছরের 'মউল সাহিত্য সম্মান' পাচ্ছেন বাঁকুড়ার তরুণ গল্পকার, গবেষক, প্রাবন্ধিক রামামৃত সিংহ মহাপাত্র। 'মউল' পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে শ্রেষ্ঠ গল্পকার হিসেবে তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। আগামী ৪ নভেম্বর কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে বলে 'মউল' পত্রিকা গোষ্ঠির তরফে জানানো হয়েছে। বাঁকুড়া জেলায় এই মুহুর্তে সাহিত্য জগতে উজ্জ্বল নাম রামামৃত সিংহ মহাপাত্র। বিভিন্ন গবেষণাধর্মী প্রবন্ধের পাশাপাশি অসংখ্য ছোট বড় গল্প লিখে চলেছেন। জেলার একমাত্র ছোটো গল্পের পত্রিকা 'গল্পলোক' সম্পাদনা করেন তিনি। এছাড়াও ইতিমধ্যে তাঁর বেশ কয়েকটি গল্প সংকলন প্রকাশিত হয়েছে।রামামৃত সিংহ মহাপাত্রের এই সম্মানপ্রাপ্তির খবর জেলার সাহিত্যিক ও সাংবাদিক মহল তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণ বাঁকুড়া দর্পণের সম্পাদক ও একটি জনপ্রিয় ওয়েব পোর্টালের জেলা সাংবাদিক তিমিরকান্তি বলেন -রামামামৃত সিংহ মহাপাত্রের এই সম্মানপ্রাপ্তি অত্যন্ত গর্বের। আনন্দেরও। একই সঙ্গে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মণ্ডল, রম্যরচনাকার তাপস পাত্র, কবি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রমুখ।