সাধন মন্ডল
দুদিন পুর্বে আমাদের এই অনলাইন নিউজে বাঁকুড়া জেলার রাইপুর এলাকার
গোবিন্দ প্রসাদ সিংহ সেতুর বেহাল দশার খবর সচিত্র প্রকাশিত হয়।আর তাতেই টনক নড়ে প্রশাসনের।মঙ্গলবার সকাল থেকেই সেতু সংস্কারের কাজ শুরু করে স্থানীয় প্রশাসন।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...