মানস দাস, মালদা
চাষের জমির আল ভেঙ্গে দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত বৃদ্ধ কৃষক।ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার তুলসীরামটোলা এলাকায়।আক্রান্ত কৃষক নগেন্দ্রনাথ মন্ডল(৭১)আশঙ্কাজনক অবস্থায় ভরতি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত সুশিল মন্ডল পলাতক।ঘটনার তদন্তে নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ। জানা যায়, নিজের জমিতে চাষ করছিলেন নগেন্দ্রনাথ মন্ডল।অভিযোগ সেই সময় প্রতিবেশী সুশিল মন্ডল তার জমির আল ভেঙ্গে দেয়।প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে সুশিল মন্ডল হামলা করে নগেন্দ্রনাথের উপর। তার শরীরে চার জায়গায় ধারালো অস্ত্রের কোপ লাগে। ঘটনার পর ঘটনাস্থ থেকে পালিয়ে যায় অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় নগেন্দ্রনাথকে উদ্ধার করে প্রথমে বাঙ্গিটোলা গ্রামীন হাসপাতালে ভরতি করা হয়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হয়ায় তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।