বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০১৭

মেমারিতে চলছে ছটপুজো

সেখ সামসুদ্দিন

মেমারি পুরসভা এলাকায় মহাসমারোহে পালিত হচ্ছে ছট পুজো । ১নং ওয়ার্ডে ছট পুজোয় অংশ নেওয়া সকলকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মেমারির বিধায়িকা নার্গিস বেগম, মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, ১ নং ওয়ার্ড কাউন্সিলার সামশুল হক মির্জা, ৬নং ওয়ার্ড কাউন্সিলার চিরঞ্জীব ঘোষ, যুব নেতা নিত্যানন্দ ব্যানার্জী, উৎসব সমিতির সভাপতি ছাত্র নেতা মুকেশ শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও ৫ নং ওয়ার্ডের কলপুকুরে ১০ নং ওয়ার্ডের কদমপুকুরে, ১৩ নং ওয়ার্ডের নল পুকুরে মহাসমারোহে চলছে ছট পুজো ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER