মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকে হাকোলা সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিশিস্ট সমাজসেবী সেক সেলিম আলি মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চানন দাস সহ অনেকেই ।ক্লাবগৃহের জন্য আর্থিক সাহায্য করেন, সেইসাথে পাশে থাকার আশ্বাস দেন সেলিম বাবু।বস্ত্রবিলি, রক্তদান সহ নানান জনহিতকর কর্মসূচি ছিল ক্লাবটির।