মোল্লা জসিমউদ্দিন
আগামীকাল থেকে মঙ্গলকোটে সরকারি মূল্যে ধান কেনা শুরু হচ্ছে।বস্তা পিছু (৬০ কেজি) ৯৩০ টাকা।ব্যক্তি পিছু ৯০ কুইন্টাল বিক্রি করতে পারবেন।এই নিয়ে মঙ্গলবার দুপুরে ব্লক অফিসে বৈঠক হয়।বৈঠকে ছিলেন বিডিও মুস্তাক আহমদ, পঞ্চায়েত সমিতির কুন্তলা মুখার্জী, পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক প্রমুখ।