বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০১৭

কাটোয়ায় ল্যাবে হানা হাসপাতাল সুপারের

অনিমেষ মন্ডল

কয়েকমাস আগেই রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে রাজ্যের সমস্ত ল্যাবগুলিকে জ্বর সংক্রান্ত পরীক্ষার রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে পাঠাতে নির্দেশ দেয়।ল্যাব থেকে পাঠানো রিপোর্ট মনিটরিং করার জন্য এক কমিটিও গঠন করা হয়েছে।কাটোয়া শহরে এইরকম এক বেসরকারি ল্যাবে অভিযান চালাল স্বাস্থ্য দপ্তরের লোকজন।কাটোয়া শহরের একটি ল্যাবের বিরুদ্ধে অভিযোগ - পরিকাঠামো না থাকা স্বত্বেও ডেঙ্গু পরীক্ষা করে ভুলভাল রিপোর্ট দিয়ে শহরে আতঙ্ক ছড়াচ্ছে।বৃহস্পতিবার সকালে আচমকা কাটোয়া হাসপাতালের সুপার রতন শাসমল সহ সংশ্লিষ্ট এক্সপার্ট চিকিৎসকের একটি টিম  হানা দেয় ওই ল্যাবে। তাঁরা গিয়ে দেখেন ডাক্তার নেই,টেকনিশিয়ানরা ল্যাবে পরীক্ষা করছেন।সুপার জানান - রাজ্য স্বাস্থ্যদপ্তরের নির্দেশ মেনে ওই ল্যাব জ্বরের রিপোর্ট মাত্র দুবার দুজন ব্যাক্তির হয়েছে বলে পাঠিয়েছে।অথচ তারা কাটোয়া শহরে ২০টির বেশি রোগীকে ডেঙ্গু হয়েছে বলে রিপোর্ট দেয়।এতেই সন্দেহ হয়।তারপর সেখানে গিয়ে দেখি কার্ড ও আল্যাইসা পদ্ধতিতে ns1(ডেঙ্গু) পরীক্ষার নিয়ম হলেও দুটিরই পরিকাঠামো নেই।এরপর সুপার ওই ল্যাবকে জ্বরের পরীক্ষা কার্ড পদ্ধতিতে করতে নিষেধ করেন।যদিও ওই ল্যাবের মালিক অভিযোগ অস্বীকার করেছেন।।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER