বৃহস্পতিবার সারাদিন ধরে নদীয়া জেলার নবদ্বীপ সংলগ্ন রাওতাড়া এলাকায় কবি কানাইলাল সরকারের ব্যবস্থাপনায় চললো সাহিত্যাসর।কবিদের মধ্যে মুরারিমোহন চক্রবর্তী, প্রশান্ত মন্ডল, স্মরজিত বিশ্বাস, তারকেশ্বর চট্টরাজ, রবীন্দ্র হালদার প্রমুখ ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক শ্যামল রায়।