সাধন মন্ডল
'বিশ্ববাংলা শারদ সম্মান'পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হল বাঁকুড়ার রবীন্দ্রভবনে। জেলার সেরা মন্ডপের শিরোপা পেল পুয়াবাগান সার্বজনীন দূর্গাপুজা কমিটি। সেরা প্রতিমার শিরোপা অর্জন করলো বড় ষোলোআনা তাম্বুলী সমাজের দূর্গা প্রতিমা। সেরা পরিবেশ এর শিরোপা জিতে নিল হরেশ্বর মেলা সার্বজনীন। এছাড়াও জেলার আরো ৬ টি দূর্গাপুজা কমিটিকে পুরষ্কৃত করা হয়। ট্রফি ছাড়াও আর্থিক মূল্য ও এক হাঁড়ি মিষ্টি পুরষ্কার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলাপরিষদ এর সভাধিপতি অরূপ চক্রবর্তী, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, বিধায়ক শম্পা দরিপা, জেলা তথ্য আধিকারিক রানা দেবদাস প্রমুখ।