বুধবার, নভেম্বর ০১, ২০১৭

পাঁশকুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সাফাই অভিযান পদত্যাগী পুরপিতার

জাহাঙ্গীর বাদশা

রাজ্যে ডেঙ্গু, অজানা জ্বর, ম্যালেরিয়া, টাইফোয়েড রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা  বেড়েই চলেছে। হাসপাতালে হাসপাতালে রুগীর লম্বা লাইন। বিরোধীরা সুর ছড়াচ্ছে রাজপথে মিটিং মিছিল করে।কিন্তু রাজ্য সরকার যথা সাধ্য চেস্টা করছে যাচ্ছে রোগ প্রতিরোধ করার জন্য। রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত পুরোসভার স্বাস্থ্য  দফতরকে নির্দেশ দিয়েছে হাসপাতালে ভর্তি রুগীদের দ্রুত সেবা করার জন্য। সেই নির্দেশ অনুসারে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া পৌরসভার উদ্যোগে পাশকুড়া পৌরসভার বিতর্কিত বহিস্কৃত টিএমসি নেতা ও পদত্যাগী চেয়ারম্যান  আনিসুর রহমান সহ বেশ কয়েকজন কাউন্সিলর  ও পৌরসভার কর্মচারিদের নিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সাফাই অভিযান, মশা মারার স্প্রে, ব্লিচিং, ড্রেন পরিস্কার করা এবং এলাকার পৌরনাগরিকদের সচেতন করা জন্য বাড়ি বাড়ি প্রচার চালানো শুরু হয়েছে। পদত্যাগী  পাঁশকূড়ার চেয়ারম্যান আনিসুর রহমান বলেন - এই অভিযান বেয কয়েকদিন ধরে চলবে। মানুষের পাশে থেকে পৌরবাসীদের সহযোগীতা করে যাবো এই ভাবে।।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER