মোল্লা জসিমউদ্দিন
রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা আদালতে 'আইনী পরিষেবা কেন্দ্র' রয়েছে।মূলত অসহায় মানুষদের বিনামূল্যে আদালতে আইনী লড়াই তে পাশে থাকার জন্য।সেইসাথে বিভিন্ন এলাকায় আইনী শিবিরের আয়োজন করেন এরা।চুক্তিভিক্তিক নিয়োগের পর ২০১৬ সালের বেতনক্রম বাড়েনি।তাই রাজ্যের ৩০০ জন আইনী পরিষেবা কেন্দ্রের কর্মীরা আগামী ২০, ২১, ২২ নভেম্বর আদালত গুলিতে কর্মবিরতির ডাক দিয়েছেন।কাটোয়া মহকুমা আদালতের আইনী পরিষেবা কেন্দ্রের সম্পাদক সুশোভন বন্দ্যোপাধ্যায় জানান " আমরা একপ্রকার বাধ্য হয়েই এই আন্দ্রোলনে যোগ দিচ্ছি।"